সংঘর্ষে যুবক খুন, জখম সাত

পুকুরের সামনে সরকারি জমিতে উঁচু বাতিস্তম্ভ বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের জেরে খুন হয়েছেন এক যুবক। নিহত ওই যুবকের নাম কামাল শেখ (২২)। তিনি সাগরদিঘি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৬
Share:

পুকুরের সামনে সরকারি জমিতে উঁচু বাতিস্তম্ভ বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের জেরে খুন হয়েছেন এক যুবক। নিহত ওই যুবকের নাম কামাল শেখ (২২)। তিনি সাগরদিঘি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার সকালে সাগরদিঘির গাদি এলাকার ঘটনা। জখম হয়েছেন দু’পক্ষের সাত জন। তাঁদের সাগরদিঘি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

সাগরদিঘির গাদি মোড় জমজমাট এলাকা। অনেক রাত পর্যন্ত ওই পথ দিয়ে লোকজন যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি, ওই মোড়ে উঁচু বাতিস্তম্ভ বসানো হোক। সেই দাবি মেনে রবিবার গাদির মোড়ে একটি সভা করেন বিধায়ক সুব্রত সাহা। সভায় ওই মোড়ের কোথায় বাতিস্তম্ভ বসানো হবে সেটাও ঠিক করা হয়। সোমবার থেকে কাজও শুরু হয়। কথা ছিল, শুক্রবার বাতিস্তম্ভ বসানো হবে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় গণ্ডগোল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের টুকটুকি বিবি জানান, যে পুকুরের পাশে বাতিস্তম্ভ বসানোর কথা হয়েছিল সেই পুকুরের একাধিক মালিক রয়েছেন। তাঁদের মধ্যে দু’টি ভাগ হয়ে যায়। এক পক্ষ বাতিস্তম্ভ বসানোর ব্যাপারে আপত্তি তোলেন। অন্য পক্ষের হয়ে স্থানীয় লোকজন বাতিস্তম্ভের পক্ষে সওয়াল করেন। তারপরেই প্রথমে বচসা ও পরে সংঘর্ষ শুরু হয়। বাঁশ ও লাঠির আঘাতে কামাল-সহ আট জন জখম হন।

কামাল ও তাঁর কাকা মোর্তজা শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে সেখান কলকাতা নিয়ে যাওয়ার পথে মারা যান সিপিএমের কর্মী বলে পরিচিত কামাল। সিপিএমের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। গ্রাম্য বিবাদের জেরেই এমনটা হয়েছে। সাগরদিঘির ওসি জামালউদ্দিন মণ্ডল বলেন, ‘‘খুনের মামলা রুজু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement