সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। শনিবার বিকেলে কৃষ্ণশাইল গ্রামের ঘটনা। মৃতের নাম বিউটি খাতুন (৪)। দিন বারো আগে রঘুনাথগঞ্জের তেঘরি গ্রাম থেকে পাশে কৃষ্ণশাইলে দিদিমার বাড়িতে বেড়াতে এসেছিল সে। এ দিন দুপুরে বাড়িতে বসে ভাত খাওয়ার সময় তার বাঁ হাতে সাপ ছোবল মারে। প্রথমে তেঘরি স্বাস্থ্যকেন্দ্রে, পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে হাসপাতালেই মৃত্যু হয় তার।