নগ্ন-তল্লাশির তদন্তে কমিশন

আলিপুর জেলের ভিতরে চার এসএফআই নেত্রীকে নগ্ন করে তল্লাশির অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল কলকাতায় আসছে। দলের নেতৃত্ব দেবেন ডিআইজি পদমর্যাদার এক মহিলা আইপিএস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০২:৫১
Share:

আলিপুর জেলের ভিতরে চার এসএফআই নেত্রীকে নগ্ন করে তল্লাশির অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল কলকাতায় আসছে। দলের নেতৃত্ব দেবেন ডিআইজি পদমর্যাদার এক মহিলা আইপিএস। সোমবার তাঁদের আলিপুর জেলে যাওয়ার কথা। ১০ মার্চের ওই ঘটনা নিয়ে অভিযোগ প্রকাশ্যে এলে কারা দফতরের ডিজি অরুণ কুমার গুপ্ত এআইজি বিচিত্রা ভট্টাচার্যকে পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দেন। ওই রিপোর্ট জমা পড়েছে। কমিশন ওই তদন্তকারীর সঙ্গে কথা বলবে এবং বিভাগীয় তদন্ত রিপোর্টও খতিয়ে দেখবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement