ঘরের খাবার দূর, শুধু তুলসীপাতা দিতে পেরেছি সুদীপকে

বাড়ির খাবার খাওয়ানো তো দূরঅস্ত্, জগন্নাথদেবের প্রসাদও খাওয়ানো যায়নি। রোজ ভ্যালি কাণ্ডে ধৃত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কপালে জগন্নাথদেবের বিগ্রহের ছোঁয়া তুলসীপাতা শুধু ঠেকাতে পেরেছেন বলে মঙ্গলবার দাবি করলেন তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০৩:৫১
Share:

বাড়ির খাবার খাওয়ানো তো দূরঅস্ত্, জগন্নাথদেবের প্রসাদও খাওয়ানো যায়নি। রোজ ভ্যালি কাণ্ডে ধৃত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কপালে জগন্নাথদেবের বিগ্রহের ছোঁয়া তুলসীপাতা শুধু ঠেকাতে পেরেছেন বলে মঙ্গলবার দাবি করলেন তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোমবারই ভুবনেশ্বর হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবীরা অসুস্থ সুদীপবাবুর শারীরিক অবস্থা নিয়ে সওয়ালে জানিয়েছেন, স্ত্রীর রান্না করা খাবারই খাওয়ানো হয় সুদীপবাবুকে। সিবিআইয়ের এই দাবি উড়িয়ে দিয়ে নয়নাদেবীর দাবি, ‘‘হাসপাতালে কেবিনের সামনে ২৪ ঘণ্টা পুলিশ পাহারা রয়েছে। ওই চত্বর সিসি ক্যামেরায় মোড়া। কোনও কিছুই ওই কেবিনে নিয়ে যাওয়ার অনুমতি নেই। জগন্নাথদেবের প্রসাদ সুদীপকে খাওয়াতে দেওয়া হয়নি। শুধু তুলসীপাতা কপালে ছোঁয়ানোর অনুমতি দেওয়া হয়েছিল।’’

সিবিআইয়ের আইনজীবীরা সোমবার আদালতে জানিয়েছেন, ভুবনেশ্বর লাগোয়া জয়দেবনগরে একটি বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন নয়নাদেবী। ওখান থেকেই রান্না করে সুদীপবাবুর জন্য খাবার নিয়ে যাচ্ছেন তিনি। নয়নার পাল্টা দাবি, এই অভিযোগ একেবারেই সত্যি নয়। তিনি বলেন, ‘‘হোটেলের খরচ বাঁচাতে বাড়ি ভাড়া নিয়েছি। যে ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তা নিয়ে আইনজীবীদের সঙ্গেও আলোচনা করছি। আর কে বলেছে, সুদীপ অসুস্থ নয়? সারা দিনে প্রায় ২০টা ওষুধ খায়! চিকিৎসার সমস্ত রিপোর্টই তো আছে!’’

Advertisement

সিবিআইয়ের আইনজীবী কে রাঘবচারিলু বলেন, ‘‘সুদীপের সমস্ত রিপোর্ট আমরা হাসপাতাল থেকে নিয়েছি। সেখানে চিকিৎসক, কেবিন ভাড়া ও ওষুধের খরচ রয়েছে। কিন্তু খাবারের বিল নেই। হাসপাতালের বিলে খাবারের খরচ থাকা উচিত। একজন চিকিৎসাধীন
শুধু জল আর ওষুধ খেয়ে রয়েছেন, তা বিশ্বাসযোগ্য নয়। সংস্থার তদন্তকারীরা সব কিছুই তদন্ত করেছেন। তদন্তের ভিত্তিতেই আদালতে বয়ান পেশ করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement