বিধায়কদের বেতন বাড়াতে আসছে বিল

সংসদের পথে হাঁটছে এ বার বিধানসভাও। সাংসদদের মতোই রাজ্যের বিধায়কদের বেতনও দ্বিগুণ হতে চলেছে। সেই মর্মে বিল আসছে বিধানসভার চলতি অধিবেশনেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:৫৩
Share:

সংসদের পথে হাঁটছে এ বার বিধানসভাও। সাংসদদের মতোই রাজ্যের বিধায়কদের বেতনও দ্বিগুণ হতে চলেছে। সেই মর্মে বিল আসছে বিধানসভার চলতি অধিবেশনেই।

Advertisement

বৃদ্ধির হারে সংসদের সঙ্গে মিল থাকলেও বিধায়কদের জন্য বাস্তব অবশ্য অত আশাব্যঞ্জক নয়! এ রাজ্যে বিধায়কদের মাসিক বেতন সাকুল্যে পাঁচ হাজার টাকা। যা দেশের বেশির ভাগ রাজ্যের তুলনায় কম। নতুন বিল কার্যকর হলে বাংলার বিধায়কদের বেতন বেড়ে হবে ১০ হাজার টাকা। বেতন ছাড়াও কিছু ভাতা পান বিধায়কেরা। যেমন, মাসে চারটে করে স্থায়ী কমিটির বৈঠকে হাজিরা দেওয়ার বিনিময়ে পাওয়া যায় ৩০ হাজার টাকা। সূত্রের খবর, ভাতায় এখনই কোনও পরিবর্তন আসছে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দিন আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রকাশ্যেই বলেছিলেন, বিধায়কদের মাইনেটা একটু বাড়ালে ভাল হয়। তার পরেই তৎপরতা শুরু হয় সরকারি মহলে। শেষ পর্যন্ত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ( মেম্বার্স ইমোলিউমেন্টস্) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৭’ এনে বিধায়কদের একটু স্বস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন