নতুন বাসরুট চালু

বারাসতে জেলা পরিবহণ ভবন ও বনগাঁ সেন্ট্রাল বাস টার্মিনাসের শিলান্যাস করার কথা ছিল পরিবহণ মন্ত্রীর। কিন্তু তিনি না আসায় ওই দু’টি প্রকল্পের শিলান্যাস করা যায়নি বলে জানান সিদ্ধার্থবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ০৩:০৫
Share:

বাগদা থেকে হাওড়া এবং পেট্রাপোল থেকে টালিগঞ্জ পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু-সহ বেশ কিছু প্রকল্পের সূচনা হল সোমবার। এই উপলক্ষে বনগাঁ শহরের প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন জেলাশাসক অন্তরা আচার্য, জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক সিদ্ধার্থ রায়, দফতরের সরকারি সদস্য গোপাল শেঠ। অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আসার কথা ছিল। তাঁরা আসেননি। গোপালবাবু জানান, অসুস্থতার জন্য পরিবহণ মন্ত্রী আসতে পারেননি।

Advertisement

বারাসতে জেলা পরিবহণ ভবন ও বনগাঁ সেন্ট্রাল বাস টার্মিনাসের শিলান্যাস করার কথা ছিল পরিবহণ মন্ত্রীর। কিন্তু তিনি না আসায় ওই দু’টি প্রকল্পের শিলান্যাস করা যায়নি বলে জানান সিদ্ধার্থবাবু। পরিবহণ দফতর সূত্রের খবর, হাওড়া-হাকিমপুর, হাসনাবাদ-রাজাবাজার, বারাসত-টিকিয়াপাড়া ভায়া দক্ষিণেশ্বর— এই ৩টি বেসরকারি বাস রুটের উদ্বোধন হয়েছে এ দিন। অটো, পুলকারের পারমিট দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ দিন বনগাঁ থেকে গোপালনগর পর্যন্ত বাইক মিছিলের আয়োজন হয় পুলিশের পক্ষ থেকে। নেতৃত্বে ছিলেন এসডিপিও অনিল রায়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সি সুধাকর। মহকুমার প্রায় ৪০০ বাইক চালককে বিনামূল্যে হেলমেট দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন