West Bengal Council of Higher Secondary Education

উচ্চ শিক্ষা সংসদের নয়া কমিটি ঘোষিত হল, থাকছেন রাজ্যপাল মনোনীত ১০ জন

উচ্চ শিক্ষা সংসদকে চিঠি দিয়ে কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন স্কুল শিক্ষা দফতরের যুগ্ম সচিব কাজলকান্তি সাহা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ২৩:৩৯
Share:

উচ্চ শিক্ষা সংসদের নতুন কমিটি ঘোষিত হল। ফাইল ছবি।

উচ্চ শিক্ষা সংসদের নতুন কমিটি ঘোষিত হল। বুধবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে উচ্চ শিক্ষা সংসদকে চিঠি দিয়ে এই কমিটির সদস্যদের নাম জানানো হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ১০। তাঁদের মনোনীত করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisement

উচ্চ শিক্ষা সংসদকে চিঠি দিয়ে কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন স্কুল শিক্ষা দফতরের যুগ্ম সচিব কাজলকান্তি সাহা। নয়া কমিটিতে থাকবেন— নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা-সহ কয়েকটি কলেজের অধ্যাপকেরা।

বিরোধীদের অভিযোগ, নিয়ম মেনে কমিটি গঠন করা হয়নি। এই কমিটিতে ঠাঁই পেয়েছেন শুধু শাসক-ঘনিষ্ঠেরাই। পাল্টা প্রশাসনের দাবি, যোগ্যতার ভিত্তিতেই এই কমিটি তৈরি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement