পড়ুয়ার সুরক্ষায় নতুন ব্যবস্থা আইসিএসই-র

কাউন্সিল সূত্রের খবর, সেপ্টেম্বরে কাউন্সিলের অধীন দেশের প্রায় আড়াই হাজার স্কুলকে নিরাপত্তা বিষয়ে অডিট করতে বলা হয়েছিল। সেই রিপোর্ট যাচাই করে তৈরি হচ্ছে নতুন ‘সেফটি ম্যানুয়াল’। গত বছরের মধ্যেই ওই ম্যানুয়াল প্রকাশের সিদ্ধান্ত হলেও তা হয়ে ওঠেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৯
Share:

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জামিনেশন বা সিআইএসসিই অনুমোদিত স্কুলগুলি চলছে বছর দশেক আগেকার নিরাপত্তা নির্দেশিকার ভিত্তিতে। চলতি মাসেই তাঁরা নতুন নির্দেশিকা প্রকাশ করবেন বলে সোমবার জানান কাউন্সিলের সচিব জেরি অ্যারাথুন।

Advertisement

কাউন্সিল সূত্রের খবর, সেপ্টেম্বরে কাউন্সিলের অধীন দেশের প্রায় আড়াই হাজার স্কুলকে নিরাপত্তা বিষয়ে অডিট করতে বলা হয়েছিল। সেই রিপোর্ট যাচাই করে তৈরি হচ্ছে নতুন ‘সেফটি ম্যানুয়াল’। গত বছরের মধ্যেই ওই ম্যানুয়াল প্রকাশের সিদ্ধান্ত হলেও তা হয়ে ওঠেনি।

জেরি এ দিন বলেন, ‘‘বিভিন্ন স্কুলে যে-সব ঘটনার অভিযোগ উঠছে, তাতে প্রতিটি স্কুলকেই পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।’’ তিনি জানান, নতুন ম্যানুয়ালে স্কুলগুলিতে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক হচ্ছে। খারাপ স্পর্শ, ভাল স্পর্শ নিয়ে পড়ুয়াদের তালিম দেওয়া, শৌচালয়ের বাইরে আয়া রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

Advertisement

কাউন্সিলের অধীন এক স্কুলের অধ্যক্ষ জানান, কোনও স্কুলকে অনুমোদন দেওয়ার সময়ে নিরাপত্তার খুঁটিনাটি দেখে কাউন্সিল। সব পড়ুয়ার নিরাপত্তার দায়িত্ব যে স্কুলের, তা-ও বুঝিয়ে দেওয়া হয়। পরিবর্তিত পরিস্থিতিতে যে-সব সমস্যা দেখা দিচ্ছে, নতুন ম্যানুয়ালে নিশ্চয়ই তা প্রতিরোধের নির্দেশ দেওয়া থাকবে।

‘‘আশা করছি, নতুন ম্যানুয়ালে নতুন চিন্তাভাবনা থাকবে। আমরা তা রূপায়ণের চেষ্টা করব,’’ বলেন কাউন্সিলের অধীন স্কুলগুলির রাজ্য সংগঠনের সভাপতি এবং রামমোহন মিশন স্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement