DYFI

DYFI: যুব সংগঠনে নতুন মুখ

নিরঞ্জন সদনে জেলা সম্মেলন শেষে রবিবার যাদবপুর ৮বি মোড়ে যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৮
Share:

প্রতীকী ছবি।

রাজ্য সম্মেলনের আগে জেলায় জেলায় নেতৃত্বে পরিবর্তন আনছে যুব সিপিএম। ডিওয়াইএফআইয়ের কলকাতা জেলা সম্মেলন থেকে সংগঠনের নতুন জেলা সম্পাদক হলেন পৌলবী মজুমদার, যিনি সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদারের কন্যা। কলকাতা জেলার নতুন যুব সভাপতি হয়েছেন বিকাশ ঝা। নিরঞ্জন সদনে জেলা সম্মেলন শেষে রবিবার যাদবপুর ৮বি মোড়ে যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে এ দিনই যুব সম্পাদক হয়েছেন সুমিত অধিকারী, জেলার যুব সভাপতি শুভদীপ সেন। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন হওয়ার কথা আগামী ২ থেকে ৪ অক্টোবর রায়গঞ্জে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়েরও কলকাতা জেলা সম্মেলন থেকে নতুন জেলা সম্পাদক ও সভাপতি হয়েছেন যথাক্রমে মহম্মদ আতিফ নিশার এবং দেবাঞ্জন দে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement