বিএলও-দের অ্যাপে যোগ হল নতুন ‘অপশন’। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এনুমারেশন ফর্মের তথ্য ওয়েবাসাইটে আপলোড করার সময়সীমা বৃহস্পতিবারই শেষ হচ্ছে। এর মধ্যে বিএলও-দের একাংশের অভিযোগ, ডিজিটাইজ়েশনের শেষ দিনে বিএলও অ্যাপে নতুন ‘অপশন’ (বিকল্প) যোগ করা হয়েছে— ‘রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি’। কোনও ভোটারকে যদি সন্দেহজনক মনে হয়, তা হলে তার তথ্য পুনরায় যাচাই (ভেরিফাই) করতে হবে। বিএলও-দের একাংশের অভিযোগ, এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিন কেন এ সব করা হচ্ছে? রাজ্য সিইও (মুখ্য নির্বাচনী আধিকারিক) দফতরের তরফে জানানো হয়েছে, অ্যাপের বিষয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শুরু হয়েছে। এনুমারেশন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার। অর্থাৎ, এনুমারেশন ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি বিলি করার পরে তা জমা নেওয়া এবং সেই তথ্য ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ হচ্ছে। এই আবহে বিএলও-দের একাংশের অভিযোগ, শেষ দিনে বিএলও অ্যাপে নতুন ‘অপশন’ যোগ করা হয়েছে। বিএলও-দের মনে ভোটারদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে বা তিনি যদি মনে করেন সেই ভোটারের তথ্য আবার যাচাই করার প্রয়োজন, তা হলে এই বিকল্পে ক্লিক করতে হবে। ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অভিযোগ করে বলেন, ‘‘আমাদের প্রশ্ন, শেষ মুহূর্তে এ রকম করা হচ্ছে কেন? নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব ছিল, এটা স্পষ্ট হচ্ছে।’’ বিএলওদের একাংশ জানিয়েছেন, শুক্রবার থেকে এই অ্যাপ ব্যবহারের আর প্রয়োজন হবে না তাঁদের। তা হলে এক দিন আগে কেন তাতে নতুন অপশন যোগ করা হল। রাজ্য সিইও-র দফতর বলছে, এই নিয়ে সিদ্ধান্ত নেয় কমিশনের সদর দফতর।
গঙ্গারামপুর মহকুমার হরিরামপুর, বংশীহারী সহ একাধিক ব্লকে এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিএলও-দের একাংশ। তাঁদের অভিযোগ, “হঠাৎ হঠাৎ অ্যাপ বদলে দিলে বা নতুন অ্যাপ দিলে কাজ করার গতি কমে যায়। এই অবস্থায় এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিন কাজ করা দুষ্কর হয়ে উঠছে।” কারও অভিযোগ, এতে প্রযুক্তিগত সমস্যার মুখেও পড়েছেন তাঁরা।
এর আগেও এই প্রক্রিয়া যখন প্রায় শেষের পথে, তখন বিএলও-দের অ্যাপে নতুন ‘অপশন’ যোগ করার অভিযোগ উঠেছিল। বিএলও-দের একাংশের অভিযোগ ছিল, এতে তাঁদের কাজে সমস্যা তৈরি হতে পারে। দিন দুয়েক আগে বিএলও অ্যাপে যোগ করা হয়েছিল ‘ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন’ অপশন। সূত্রে খবর, একই নামের একাধিক ব্যক্তিকে বা একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড চিহ্নিত করার জন্য এই বিকল্প যোগ করা হয়েছিল অ্যাপে।
এনুমারেশনের প্রক্রিয়া বৃহস্পতিবার শেষ হলে ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সে সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে (হিয়ারিং) ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরও-রা করবেন ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।