ঘরে বাইরে: বাজারে নতুন

শাওমি ও আসুসের প্রতিদ্বন্দ্বী

লেনোভো সদ্য বাজারে এনেছে নতুন একটি স্মার্ট ফোন কে থ্রি নোট। এই ফোনটি ৮ জুলাই ফ্লিপকার্টের মাধ্যমে ক্রেতাদের হাতে পৌঁছয়। লেনোভোর এই ফোনটিতে আগের দু’টি মডেল A৬০০০ ও A৭০০০-এর থেকে অনেক বেশি ফিচার রয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০২:০৭
Share:

লেনোভো সদ্য বাজারে এনেছে নতুন একটি স্মার্ট ফোন কে থ্রি নোট। এই ফোনটি ৮ জুলাই ফ্লিপকার্টের মাধ্যমে ক্রেতাদের হাতে পৌঁছয়। লেনোভোর এই ফোনটিতে আগের দু’টি মডেল A৬০০০ ও A৭০০০-এর থেকে অনেক বেশি ফিচার রয়েছে।

Advertisement

আপনি যদি গেম বা সিনেমা দেখতে ভালবাসেন তা হলে কেথ্রি নোট ব্যবহার করে দেখতে পারেন। এতে আছে অ্যান্ড্রয়েড ৫.০ (lollipop), ৪০১পিপিআই পিক্সেলের ৫.৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে। ডুয়াল সিম। ২জিবি RAM ও ১.৭GHz Cortex-A৫৩ (MediaTek MT6752 64-bit) Octa Core Processor।

Advertisement

সেলফি বা স্কাইপি-র জন্য পাবেন ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নিজের কিছু বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ডুয়াল এলইডি ফ্ল্যাস।

এর inbuilt স্টোরেজ ১৬ জিবি। ৩২জিবি পর্যন্ত বাড়ানো যাবে। কানেকটিভিটি অপশন মাইক্রো সিম। ৪জি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ ও মাইক্রো ইউএসবি পোর্ট।

কে থ্রি-র উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ব্যাটারি (৩০০০mah)। এর দাম প্রায় ১০ হাজার। ফোনটি অনলাইনেও মিলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন