বাংলা নববর্ষের আবেগ-স্পর্শ এখানে নেই। ইংরেজি নিউ ইয়ার হই-হুল্লোড়, উচ্ছ্বাসের উত্সবে রঙিন। বিদায়ী বছরের শেষ লগ্নেই সে উত্সব শুরু হয়ে গিয়েছে। এ সময় বাড়তি পাওয়াটা হল শীতের পরশ। মিষ্টি রোদ গায়ে মেখে দিনের ভিড় উপচে পড়ছে শহরে যেখানে যেখানে বেড়াতে যাওয়া যায় সর্বত্রই। আর অন্ধকার নামতেই নানা দামের রেস্তোরাঁয়, হোটেলে, চিয়ার্সের টুংটাং শব্দ। নোটের চোট যতটা সম্ভব ভুলে গিয়ে স্পেশ্যাল ডিশ। তবে পাঁচতারা জীবনে ডিমনিটাইজেশনের কোনও চাপ নেই। সেই সব হোটেল, রেস্তোরাঁর আয়োজনেও তাই নো টেনশন। শহর কলকাতার নিউ ইয়ার সেলিব্রেশনের এই নানা রূপই ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
দেখুন ভিডিও
আরও খবর...