মমতার হস্তক্ষেপে খুলল ৯ কারখানা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অচলাবস্থা কাটল সাত দিন ধরে বন্ধ থাকা কামারহাটি জুট মিলের ভিতরের ন’টি কারখানায়। সোমবার ওই সব কারখানার শ্রমিকেরা কাজ শুরু করেন বলে জানায় মালিক পক্ষ। ১১ মে থেকে স্থানীয় তৃণমূল নেতাদের ভয়ে তাঁরা কারখানায় ঢুতে পারছিলেন না বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:২৭
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অচলাবস্থা কাটল সাত দিন ধরে বন্ধ থাকা কামারহাটি জুট মিলের ভিতরের ন’টি কারখানায়। সোমবার ওই সব কারখানার শ্রমিকেরা কাজ শুরু করেন বলে জানায় মালিক পক্ষ। ১১ মে থেকে স্থানীয় তৃণমূল নেতাদের ভয়ে তাঁরা কারখানায় ঢুতে পারছিলেন না বলে অভিযোগ। এক দল চটকল-মালিক নবান্নে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন, তৃণমূল নেতাদের দাবিমতো তোলা দিতে না-পারায় গত দু’মাসে কামারহাটি জুট মিল-সহ রাজ্যের ১৭টি চটকল বন্ধ হয়ে গিয়েছে। সেই সমস্যার সমাধানের আগেই কামারহাটি জুট মিলের ভিতরের ন’টি ছোট-বড় কারখানাও বন্ধ করে দেন স্থানীয় কয়েক জন তৃণমূল নেতা। নবান্ন সূত্রের খবর, শিল্পমন্ত্রী তথা অর্থমন্ত্রীর মাধ্যমে ওই অভিযোগ পৌঁছয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে দ্রুত ওই সব কারখানা চালু করার নির্দেশ দেন। সেই নির্দেশ আসতেই দ্রুত পাল্টে যায় পরিস্থিতি। গোপালবাবু এ দিন বলেন, ‘‘জুটমিলের ভিতরের সব কারখানাই চালু হয়েছে। চটকলটিও খোলার চেষ্টা চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন