Calcutta High Court

Mamata Banerjee: বিচারব্যবস্থা ঠুনকো নয় অত! মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিল না হাই কোর্ট

বিচারপতির মন্তব্য, আগে গণতন্ত্রে এ টুকু সৌজন্যবোধ ছিল যে তার অন্যতম স্তম্ভ বিচারব্যবস্থা নিয়ে কিছু বলা হত না। এখন তা বিবর্ণ হয়ে যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৫:২৫
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারব্যবস্থা সংক্রান্ত মন্তব্যে আদালত অবমাননা হয়েছে, এই আবেদন গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী বললেন, ‘‘আমি মনে করি বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে।’’

Advertisement

পশ্চিমবঙ্গের হাসপাতাল ছেড়ে কেন ভুবনেশ্বরের চিকিৎসা করতে পাঠানো হল পার্থকে? এবং বিচারব্যবস্থায় বিজেপির কতটা প্রভাব রয়েছে তা তিনি জানেন। সোমবার মুখ্যমন্ত্রীর এই দুই মন্তব্যে আদালত অবমাননা হয়েছে বলে মামলা করার আবেদন করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি বলেন, ‘‘ওই মন্তব্যের কেন প্রতিবাদ করব? আমি সত্যতাকে বিশ্বাস করি, তাই রাতে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি।’’

বিচারপতি আরও বলেন, ‘‘ওই মঞ্চে হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন। তিনি তো কোনও প্রতিবাদ করলেন না?’’ তার পরই তিনি বলেন, ‘‘আমি মনে করি বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে।’’ বিচারপতি জানান, আদালতের রায় নিয়ে বাইরে কে কী বললেন তা নিয়ে তিনি চিন্তিত নন। রায়ের বিরুদ্ধে চললে তিনিও আইনি পথেই ব্যবস্থা গ্রহণ করেন। বিচারপতি বিবেক চৌধুরী বলেন, ‘‘আদালতের বাইরে করা এই মন্তব্যকে অবমাননা বলে ধরছি না। তা ছাড়া ওই মন্তব্যের জেরে রায়ের কিছু এসে যাবে না। সব মামলাকারীকে চিনিও না। তবে এটা ঠিক যে আগে এ টুকু সৌজন্যবোধ ছিল যে, বিচারব্যবস্থা নিয়ে কিছু বলা হত না। এখন সেটা ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে, কী করা যাবে?’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন