Feared

কিনারা হল না দিঘা শব্দ রহস্যের

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান, কোথা থেকে আওয়াজ হল তা এখনও জানা যায়নি। নতুন করে কিছু ঘটেওনি। তবে সমুদ্রের মাঝখানে প্লেন ভেঙে পড়ার যে সম্ভাবনার কথা শোনা গিয়েছিল, তা উড়িয়ে দিয়েছেন মৎস্যজীবীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ১৯:৪০
Share:

আতঙ্ক উড়িয়ে রবিবার এভাবেই দিঘায় সমুদ্র স্নান করলেন পর্যটকরা।— নিজস্ব চিত্র।

চব্বিশ ঘণ্টা পার হয়ে গেলও দিঘার জোড়া শব্দের রহস্যভেদ হল না। বিকট আওয়াজের উৎস নিয়ে এখনও ধন্দে প্রশাসন। তবে, রহস্য যাই থাকুক, রবিবার কিন্তু পরিচিত ছবিই দেখা গেল সৈকত নগরী দিঘায়। আতঙ্ক কাটিয়ে সমুদ্রে নামতে দেখা গিয়েছে পর্যটকদের। এ দিন সকাল থেকে ব্যবসায়ী ও পুলিশ মহলে ব্যস্ততা চোখে পড়ে।

Advertisement

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান, কোথা থেকে আওয়াজ হল তা এখনও জানা যায়নি। নতুন করে কিছু ঘটেওনি। তবে সমুদ্রের মাঝখানে প্লেন ভেঙে পড়ার যে সম্ভাবনার কথা শোনা গিয়েছিল, তা উড়িয়ে দিয়েছেন মৎস্যজীবীরা।

আরও পড়ুন:গ্রেটার রাজ্য চায়, সতর্কতা প্রশাসনে

Advertisement

আরও পড়ুন: সুকনায় বন্‌ধ উঠবে রটতেই খুলল দোকান

জেলা পুলিশ সূত্রে খবর, এই আওয়াজের কারণ কি তা জানার জন্য যোগাযোগ করা হয় সেন্ট্রাল আইবি’ সঙ্গে। তাদের কাছে কোনও খবর নেই বলেই জানিয়েছে আইবি।

তাহলে আওয়াজটা এলো কোথা থেকে ? উৎস কোথায় ? উত্তর মিলল না আজও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement