রামনবমীতে ছোটদের হাতে অস্ত্র নয়, নির্দেশ

কমিশনের আরও নির্দেশ, রামনবমী শেষ হওয়ার সাত দিনের মধ্যে থানাগুলিকে তাদের এলাকায় মিছিলে থাকা ছোটদের হাতে অস্ত্র ছিল কি না জানিয়ে কমিশনের দফতরে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ০২:২২
Share:

প্রতীকী ছবি।

অস্ত্র নিয়ে শহরের রাস্তায় যে কোনও মিছিলই নিষিদ্ধ। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সে কথা মাথায় রেখে চলতি বছরে রামনবমীর শোভাযাত্রায় যাতে ছোটদের হাতে অস্ত্র না থাকে, তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের অধীন থানাগুলিকে নির্দেশ দিল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। এই বক্তব্য তুলে ধরে ব্যানার, লিফলেট, পোস্টার দিয়ে প্রচার করার জন্যও পুলিশকে বলা হয়েছে।

Advertisement

কমিশনের আরও নির্দেশ, রামনবমী শেষ হওয়ার সাত দিনের মধ্যে থানাগুলিকে তাদের এলাকায় মিছিলে থাকা ছোটদের হাতে অস্ত্র ছিল কি না জানিয়ে কমিশনের দফতরে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।

আগামী রবিবার, ১৪ এপ্রিল রামনবমী। তার শোভাযাত্রা ঘিরে যাতে অশান্তি না হয়, সে জন্য সতর্ক পুলিশও। সম্প্রতি পুলিশ কমিশনার রাজেশ কুমার দু’টি ডিভিশনের ডিসি এবং থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে রামনবমী নিয়ে বাহিনীকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সূত্রের খবর, পূর্ব-দক্ষিণ (ইএসডি) এবং দক্ষিণ-পূর্ব (এসইডি) ডিভিশনের সঙ্গে বৈঠকে কমিশনার বলেছেন, রামনবমীর সব মিছিলের ভিডিয়ো করে রাখতে হবে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পুলিশ সূত্রের খবর, শিশু সুরক্ষা কমিশনের নির্দেশ আসার পরেই লালবাজারের তরফে থানাগুলিকে শহরের গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, বাসস্ট্যান্ডের মতো জায়গায় প্রচার চালাতে বলা হয়েছে। একই সঙ্গে মিছিলে থাকা ছোটদের হাতে যাতে অস্ত্র না থাকে, তা দেখতেও পুলিশের পক্ষ থেকে সংগঠকদের বলা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement