Amartya Sen

বাঙালিদের উপর অত্যাচার হলে আপত্তি থাকবে! ভিন্‌রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ‘হেনস্থা’য় সরব অমর্ত্য

বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন অমর্ত্য। সেখানে তিনি বলেন, ‘‘শুধু বাঙালি বলে নয়, কোনও অঞ্চলের লোক অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন— সেটায় আমাদের আপত্তি থাকবে। তাঁরা বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মারোয়াড়ি হোন। আপত্তি করার কারণ থাকবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ২০:১৫
Share:

অমর্ত্য সেন। ছবি: সংগৃহীত।

ভিন্‌রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘‘বাঙালিদের উপর যদি অত্যাচার, অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’’

Advertisement

বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন অমর্ত্য। সেখানে তিনি বলেন, ‘‘শুধু বাঙালি বলে নয়, কোনও অঞ্চলের লোক অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন— সেটায় আমাদের আপত্তি থাকবে। তাঁরা বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মারোয়াড়ি হোন। আপত্তি করার কারণ থাকবে।’’

নোবেলজয়ীর মত, সকল মানুষকে সম্মান দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‘ভারতবর্ষের নাগরিকদের অধিকার রয়েছে আনন্দ করে থাকার। সেগুলো আমাদের মানতেই হবে। কোনও ভারতীয় যদি ওড়িশা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হন, তা হলেও আমাদের আপত্তি থাকার কারণ থাকবে।’’ অমর্ত্যের বক্তব্য, সংবিধানেও বলা রয়েছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের উপরেই অধিকার রয়েছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।

Advertisement

বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ প্রসঙ্গেও অমর্ত্য বলেন, ‘‘বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল, তার মূল্য স্বীকার করতেই হবে। তার মধ্যে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামদের বক্তব্য আমাদের সামনে খুব স্পষ্ট ভাবে তুলে ধরা হল। এগুলোর মূল্য দিতেই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement