Bangladeshi Nationals Arrest In West Bengal

বাংলাদেশে পালাতে গিয়ে দিনহাটায় ধরা পড়লেন ১৬ অনুপ্রবেশকারী! ৬ বছর ধরে সকলে ছিলেন দিল্লিতে

পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিকেরা অবৈধ ভাবে বাংলায় ঢুকেছিলেন প্রায় ছ’ বছর আগে। তার পরে তাঁরা দিল্লি গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৮:৫০
Share:

ধৃতদের মঙ্গলবারই আদালতে হাজির করায় পুলিশ। —নিজস্ব চিত্র।

অবৈধ ভাবে বাংলাদেশ থেকে বাংলায় ঢোকেন। তার পর প্রায় ছ’বছর এ দেশে থেকেছেন। কাজকর্ম করেছেন। সোমবার বাংলাদেশ পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন ১৬ জন অনুপ্রবেশকারী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ফলিমারি স্টেশনে। ধৃতদের মধ্যে পুরুষ, মহিলা ছাড়াও ছয়টি শিশু রয়েছে বলে খবর। মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিকেরা অবৈধ ভাবে বাংলায় ঢুকেছিলেন প্রায় ছ’ বছর আগে। তার পরে তাঁরা দিল্লি গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করতেন। কিন্তু গত কয়েক দিন ধরে অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। এই অবস্থায় বাংলাদেশ পালানোর চেষ্টা করেন ওই অনুপ্রবেশকারীরা।

জানা গিয়েছে, নয়ারহাট হয়ে ফলিমার স্টেশন চত্বরে দাঁড়িয়েছিলে ১৬ জন। তাঁদের দেখে সন্দেহ হওয়ায় দিনহাটা থানায় খবর দেন কেউ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ছ’জন পুরুষ, চার জন মহিলা এবং ছয়টি শিশু রয়েছে একটি দলে। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু সকলের বক্তব্যে অসঙ্গতি পান পুলিশকর্মীরা। পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কয়েক জন পরিচয়পত্র দেখানও। কিন্তু সেগুলো পরীক্ষা করে ভুয়ো বলে জানতে পারে পুলিশ। এর পর ওই দলটি জানায়, তারা অবৈধ ভাবে ভারতে ঢুকেছিল।

Advertisement

পুলিশি তদন্তে উঠে এসেছে, ওই অনুপ্রবেশকারীরা বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, পাঁচ থেকে ছয় বছর আগে ভারতে এসেছিলেন। দিল্লিতে বিভিন্ন কাজকর্ম করতেন। আবার দেশে ফেরার চেষ্টা করছিলেন সকলে। মঙ্গলবার ধৃত সকলকেই আদালতে হাজির করিয়েছে দিনহাটা থানার পুলিশ। দিনহাটার মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, ‘‘দিনহাটার পুলিশ তৎপর রয়েছে। সোমবার ১৬ জন বাংলাদেশিকে দিনহাটার পুলিশ গ্রেফতার করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement