লোকালয়ে ঢুকে তাণ্ডবের পরে মৃত দুই বাইসন

জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে তাণ্ডব চালাল দু’টি বাইসন৷ রবিবার সকালে ময়নাগুড়ির রামসাইতে এই ঘটনায় বন দফতরের এক বিট অফিসার সহ দু’জন জখম হয়েছেন৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২৮
Share:

রামসাইয়ে চা বাগানের মধ্যে একটি বাইসন। অন্যটি তাড়া খেয়ে পড়ল নালায়। ছবি: দীপঙ্কর ঘটক।

জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে তাণ্ডব চালাল দু’টি বাইসন৷ রবিবার সকালে ময়নাগুড়ির রামসাইতে এই ঘটনায় বন দফতরের এক বিট অফিসার সহ দু’জন জখম হয়েছেন৷ বনকর্মীরা ঘুম পাড়ানি গুলি ছুড়ে বাইসন দু’টিকে কাবু করার চেষ্টা চালায়৷ শেষ পর্যন্ত অবশ্য দুটি বাইসনেরই মৃত্যু হয়৷

Advertisement

এ দিন সকলে গরুমারার জঙ্গল থেকে বাইসন দু’টি বের হয়৷ এর মধ্যে একটি বাইসন ঢোকে রামসাইয়ের উত্তর কালামাটিতে৷ অপরটি খেমনেরহাট গ্রামে৷ উত্তর কালামাটি এলাকার বাসিন্দা মলীন্দ্রনাথ রায়ের বাড়িতে প্রথম হানা দেয় বাইসনটি৷ বাড়ির বেড়া ও একটি গাড়ির ক্ষতি করে বাইসনটি৷ মলীন্দ্রনাথবাবু বলেন, ‘‘আতঙ্কে বাড়ির সবাই অনেকক্ষণ ঘরে লুকিয়ে ছিলাম৷’’ ওই বাড়ি থেকে বেরিয়ে বাইসনটি এলাকায় তাণ্ডব চালাতে থাকে৷ সেই সময় বাবলু রায় নামে এক গ্রামবাসী জখম হন৷ বাইসনের তাণ্ডবে এলাকায় আরও কয়েকটি বাড়ির বেড়া ক্ষতিগ্রস্থ হয়৷

উত্তর কালমাটী গ্রামে যখন এই তাণ্ডব চলছে, তখন কাছেই খেমনের হাটে তাণ্ডব চালাচ্ছে আরেকটি বাইসন৷ কখনও বাঁশ ঝাড়ের ভিতরে বাইসনটি ঢুকে পড়ছে, তো কখনও তাকে দেখতে ভিড় করা জনতার দিকে ছুটছে৷ ততক্ষণে অবশ্য দু’টি এলাকাতেই পৌঁছে গিয়েছেন বন দফতরের কর্মীরা৷ বনকর্মীরা বাইসনটিকে কাবু করার চেষ্টা চালালে খেমনেরহাটে বাইসনটি পাল্টা বনকর্মীদের দিকে ছুটে যায়৷ সেই সময় জখম হন সেখানে থাকা বিছাভাঙার বিট অফিসার প্রবীর কুমার সরকার৷ তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়৷

Advertisement

এরপর দুই এলাকাতেই বাইসন দু’টিকে লক্ষ করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা৷ উত্তর কালামাটি গ্রামে বাইসনকে ঘুম পাড়ানি গুলি ছোড়ার পর সেটি সেটি চলতে চলতে চা বাগানের নালায় পড়ে যায়৷ কিছুক্ষণের মধ্যেই সেখানে তার মৃত্যু হয়৷ অপরদিকে খেমনের হাট এলাকায় বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছোড়ার পর সেটি হাটতে হাটতে গিয়ে তিস্তার বা হাতি খালে পড়ে যায়৷ খালে খানিকটা জলও রয়েছে৷ সেখানেই বাইসনটির মৃত্যু হয়৷

জলপাইগুড়ির বন্যপ্রাণ বিভাগের ডিএফও নিশা গোস্বামী বলেন, ‘‘বাইসন দু’টির ময়না তদন্ত হবে৷’’

রবিবার বিকেলেও ফের বাইসনের হামলায় জখম হলেন এক ব্যাক্তি৷ জানা গেছে, রামসাইয়ের জঙ্গলে অনিল রায় নামে ওই ব্যক্তি গরু বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে বাইসনের হাতে আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement