Immigrants Arrested

অবৈধ অনুপ্রবেশে আটক দুই রোহিঙ্গা 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, ওই দু’জন চোরাপথে সীমান্ত টপকে ভারতে প্রবেশ করেন। নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।

তাপস রায়চৌধুরী

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৮:১৬
Share:

—প্রতীকী চিত্র।

দুই বাংলাদেশি রোহিঙ্গা নাগরিককে আটক করল কুচলিবাড়ি থানার পুলিশ। রবিবার সকালে ধাপড়া বাজার থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক দু’জন হলেন মহম্মদ রে়ডওয়ান (২৪) ও ফরমিনা আক্তার (২৭)। পুলিশ জানিয়েছে, নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন তাঁরা। তাঁদের থেকে বাংলাদেশ সরকার স্বীকৃত রোহিঙ্গা শরণার্থীর শনাক্তকরণ নথি, দু’টি মোবাইল ফোন ও কিছু বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, ওই দু’জন চোরাপথে সীমান্ত টপকে ভারতে প্রবেশ করেন। নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, ‘‘দু’জন রোহিঙ্গাকে কুচলিবাড়ি থানার পুলিশ আটক করেছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে।’’

পুলিশ জানিয়েছে, মাস দুই আগে তাঁরা বিয়ে করেন। উন্নত জীবনযাপনের জন্য নেপালের এক আত্মীয়ের কাছে যাওয়ার পরিকল্পনা করেন তাঁরা। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেছেন, ‘‘তাঁদের পুলিশি হেফাজতে পেতে আদালতে আবেদন করা হবে।’’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন