৯টি থানা এলাকা থেকে গ্রেফতার ২০৬ জন

উত্তর দিনাজপুর জেলার নয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২০৬ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ, করণদিঘি, ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর ও চাকুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

Advertisement
শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০১:২১
Share:

উত্তর দিনাজপুর জেলার নয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২০৬ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ, করণদিঘি, ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর ও চাকুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। বাকিদের বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, বেআইনি মদ, গাঁজা ও জুয়ার কারবার সহ নানা সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দুই হাজার লিটার বেআইনি দেশি ও বিলেতি মদ, ৮ কেজি গাঁজা, ৭৮০০ টাকা বোর্ডমানি, একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার রাতে একটি ছয়ঘরা পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ সহ রায়গঞ্জের দেবীনগর এলাকা থেকে সমীর সরকার নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই ধরণের অভিযান চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন