Coronavirus

দিনে ৫০০ পরীক্ষার নির্দেশ

হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায়ের দাবি, ল্যাব চালু হওয়ার পর থেকে প্রতি দিন সেখানে সফল ভাবে যে পরিমাণে পরীক্ষা করা হচ্ছে, তা দেখে সন্তোষ প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৩:৩৮
Share:

প্রতীকী ছবি

রায়গঞ্জ মেডিক্যালের ল্যাবে এ বার থেকে প্রতি দিন কমপক্ষে ৫০০ জনের লালারস পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের ওই নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। রবিবার রাতে হাসপাতালের ওই ল্যাবরেটরিতে পরীক্ষায় জেলায় আরও ৭৮ জনের শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪১। তাঁদের মধ্যে এ দিন পর্যন্ত ৫৯১ জন সুস্থ হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতরের দাবি।

হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায়ের দাবি, ল্যাব চালু হওয়ার পর থেকে প্রতি দিন সেখানে সফল ভাবে যে পরিমাণে পরীক্ষা করা হচ্ছে, তা দেখে সন্তোষ প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এখন থেকে প্রতি দিন কমপক্ষে ৫০০ জনের পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয়ঙ্কর বলেন, “কিন্তু বেশি সংখ্যক নমুনা না পাঠালে, প্রতি দিন ৫০০ পরীক্ষা করা সম্ভব নয়।”

Advertisement

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, “সরকারি নির্দেশ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”

জেলায় লালারস পরীক্ষার গতি বাড়াতে ২৬ জুন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভিআরডিএল ল্যাবরেটরি চালু করে রাজ্য স্বাস্থ্য দফতর। সেই থেকে জেলা স্বাস্থ্য দফতর জেলার নয়টি ব্লকের করোনার উপসর্গ থাকা বাসিন্দাদের লালারস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ওই ল্যাবরেটরিতে পাঠাচ্ছে। পাশাপাশি, হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ফিভার ক্লিনিকে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে আসা ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন জ্বরের উপসর্গ থাকা রোগীদের লালারস সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার ব্যবস্থা করছেন। হাসপাতালের এক আধিকারিক বলেন, “ল্যাবরেটরি চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রতি দিন সেখানে গড়ে জেলার ২৫০-৩০০ জনের লালারস পরীক্ষা করা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement