বার অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডে আগুন, ভস্মীভূত ৮টি মোটরবাইক

উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের মোটরবাইক স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনায় আটটি বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে আগুনের গ্রাস থেকে দু’টি বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘণ্টা খানেক চেষ্টার পর দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ১৫:১৭
Share:

—নিজস্ব চিত্র।

উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের মোটরবাইক স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনায় আটটি বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে আগুনের গ্রাস থেকে দু’টি বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘণ্টা খানেক চেষ্টার পর দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

এ দিনের অগ্নিকাণ্ডের জেরে বার অ্যাসোসিয়েশনের ঘরের সমস্ত আসবাব বের করে আনা হয়। ঘটনার জেরে স্থানীয় মোহনবাটি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পুলিশ জানিয়েছে, ভস্মীভৃত বাইকগুলির মধ্যে ৭টি আইনজীবী ও টাইপিস্টদের। এ দিন ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার অমিতকুমার ভারত রাঠৌর। জলন্ত বিড়ি বা সিগারেটের থেকেই আগুন লেগে থাকতে পারে বলে পুলিশ ও দমকলের অনুমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন