বার্তা নিয়ে শুরু শৃঙ্গ অভিযান

বেস ক্যাম্প সহ শৃঙ্গ জয় করতে বেস ক্যাম্পের আগে ও পরে যেসব ক্যাম্প করা হবে তার আশপাশের এলাকাকে তাঁরা পরিচ্ছন্নও করবেন৷ইতিমধ্যেই আটবার পর্বত অভিযানে গিয়েছে জলপাইগুড়ির এই ক্লাব৷ শেষবার তাঁদের অভিযান হয়েছিল ২০১১ তে৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ১৭:০০
Share:

পরিচ্ছন্ন হিমালয় – এই বার্তাকে সামনে রেখে পর্বতারোহনে সূচনা করলেন জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের আট সদস্য৷ বৃহস্পতিবার তাঁরা ট্রেনে চেপে দিল্লি পৌঁছবেন৷ সেখান থেকে মানালি পৌছে জগৎসুখ গ্রাম থেকে হিমাচলের দেও টিব্বা শৃঙ্গ জয়ের লক্ষ্যে পর্বতারোহন শুরু করবেন তারা৷ আটজনের এই দলে কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে দমকল কর্মী, কলেজ ছাত্রীও রয়েছেন৷

Advertisement

এ দিন জলপাইগুড়ি প্রয়াশ হলে আটজনের এই দলটির যাত্রার সূচনা করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়৷ নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের সদস্যরা জানিয়েছেন, বুধবারই নিউ জলপাইগুড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন৷ বেস ক্যাম্প সহ শৃঙ্গ জয় করতে বেস ক্যাম্পের আগে ও পরে যেসব ক্যাম্প করা হবে তার আশপাশের এলাকাকে তাঁরা পরিচ্ছন্নও করবেন৷

ইতিমধ্যেই আটবার পর্বত অভিযানে গিয়েছে জলপাইগুড়ির এই ক্লাব৷ শেষবার তাঁদের অভিযান হয়েছিল ২০১১ তে৷ ক্লাবের ছয় সদস্য সেবার মেন্টক কাংগ্রি শৃঙ্গ জয় করেছিলেন৷

Advertisement

উচ্চতার নিরিখে মেন্টক কাংগ্রির চেয়ে দেও টিব্বা একটু নীচুতে হলেও, অভিযানের দিক থেকে এই শৃঙ্গে ওঠাটা বেশ কঠিন বলেই মত পর্বতারোহীদের৷ যে আটজন এবার শৃঙ্গ জয়ে যাচ্ছেন তাঁদের নেতৃত্ব দিচ্ছেন ভাস্কর দাস৷ তাঁর কথায়, ‘‘এই শৃঙ্গ জয় করা খুবই চ্যালেঞ্জের৷ কারণ এটা জয় করতে অনেক দুর্গম পথ পেরোতে হবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন