বুকে গুঁতো ষাঁড়ের, মৃত্যু বৃদ্ধের

শিবরাত্রির সন্ধ্যায় ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক বৃদ্ধের। শনিবার সন্ধ্যায় কোচবিহার কোতোয়ালি থানার ডোডেহারহাট এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম বিনয় বর্মন (৭০)। তাঁর বাড়ি ডোডেয়ারপাড় এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০৪
Share:

শিবরাত্রির সন্ধ্যায় ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক বৃদ্ধের। শনিবার সন্ধ্যায় কোচবিহার কোতোয়ালি থানার ডোডেহারহাট এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম বিনয় বর্মন (৭০)। তাঁর বাড়ি ডোডেয়ারপাড় এলাকায়। শনিবার সন্ধে নাগাদ বিনয়বাবু ডোডেয়ারহাট বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। আচমকা ক্ষিপ্ত ওই ষাঁড়টির সামনে পড়ে যান তিনি। ছুটে এসে ষাঁড়টি গুঁতিয়ে শিং দিয়ে ওই বৃদ্ধের বুক এফোঁড় ওফোঁড় করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

চোখের সামনে এই ঘটনা দেখে উত্তেজিত জনতা ডোডেয়ারহাটে কোচবিহার-আলিপুরদুয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, প্রায় একমাস ধরে এলাকায় তাণ্ডব চালাচ্ছিল ওই খ্যাপা ষাঁড়টি। তার গুঁতোয় বেশ কয়েকজন জখমও হন। প্রশাসনের বিভিন্ন মহলে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েও লাভ হয়নি। সন্ধ্যে ৬টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ চলে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্তারা গিয়ে ষাঁড়টিকে ধরার ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

কোচবিহার ২ নম্বর ব্লকের বিডিও জর্জ লেপচা বলেন, “বন দফতরের সঙ্গে যোগাযোগ হয়েছে। ষাঁড়টিকে ধরার ব্যাপারে পদক্ষেপ করা হয়েছে।” খাগরাবাড়ি পঞ্চায়েতের প্রধান কাজল দে বলেন, “আগেভাগে বন দফতর ব্যবস্থা নিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন