Kamtapuri

কামতাপুরি আন্দোলনকারীদের পরিবারকে সাহায্যের দাবিতে বিক্ষোভ কোচবিহারে

এই সব পিছিয়ে পড়া পরিবারগুলিকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৯:১৬
Share:

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা। —নিজস্ব চিত্র

আন্দোলনে যোগ দিয়ে নির্যাতিত পরিবারের সদস্যদের সরকারি সাহায্যের দাবিতে জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখাল ‘কামতাপুরী আন্দোলনকারী লিঙ্কম্যান নির্যাতিত পরিবার’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।

Advertisement

সংগঠনের অভিযোগ, বাম জমানায় কামতাপুরি আন্দোলন দমনের আন্দোলনকারীদের পরিবারের সদস্যদের ধরপাকড়-সহ নানা ভাবে অত্যাচার চালানো হত। ফলে তাঁরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সন্তানদের পড়াশোনার ক্ষতি ছাড়াও ওই পরিবারের সদস্যরাও নানা ভাবে সমাজে লাঞ্ছিত হতেন। অনেককে ঘরছাড়া হতে হয়েছিল সেই সময়। এই সব পিছিয়ে পড়া পরিবারগুলিকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সংগঠনের সম্পাদক তুষারকান্তি রায় বলেন, ‘‘কামতাপুরী-কেএলও নির্যাতিত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও পুনর্বাসনের জন্যই আজকের এই আন্দোলন। বর্তমান রাজ্য সরকার কোনও ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলনের পথে যাব আমরা।’’

Advertisement

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ ঘোষণা মমতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন