Death by Electrocution

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়গঞ্জে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু

তবে মৃতের পরিবারের অভিযোগ এ নিছকই কোনও দুর্ঘটনা নয় এর মধ্যে লুকিয়ে আছে কোনও ষড়যন্ত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০২:০৩
Share:

মৃত রবিউল ইসলাম। নিজস্ব চিত্র।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রের। বুধবার রাতে রায়গঞ্জের একটি মাদ্রাসায়। মৃত রবিউল ইসলাম (১৭)-এর বাড়ি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ভরতপুরে।

Advertisement

বুধবার রবিউল তার মাদ্রাসার ঘরে বসে পড়াশোনা করছিল। সেই সময় ঘরে থাকা একটি টিনের বেড়াতে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, “আমাদের অজান্তে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে টিনের বেড়ায় লেগেছিল। সেটিতেই হাত পড়ে রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

Advertisement

তবে মৃতের পরিবারের অভিযোগ এ নিছকই কোনও দুর্ঘটনা নয় এর মধ্যে লুকিয়ে আছে কোনও ষড়যন্ত্র। তাদের দাবি, ঠিক মতো তদন্ত হোক, প্রকৃত সত্য বেরিয়ে আসুক। যদি কারও গাফিলতি থাকে কিংবা ইচ্ছাকৃত কিছু ঘটানো হয়ে থাকে, তা হলে দোষীদের যেন উপযুক্ত শাস্তি হয়।

পুলিশ দেহটিকে রাজগঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement