রং মেখে দাপাদাপি রদে বিশেষ বাহিনী

জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, কেউ যাতে জোরে কিংবা মদ্যপ অবস্থায় মোটর সাইকেল না চালান, তা দেখতে প্রতিটি থানাতেই বিশেষ বাহিনী গঠন হচ্ছে৷ বিভিন্ন জায়গায় তল্লাশি চলবে৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

মুখে রং মেখে রাস্তায় চলছে মোটর সাইকেলের রেস৷ সঙ্গে মদ্যপদের দাপাদাপি—দোল কিংবা হোলিতে এ ধরনের চিত্র প্রায় সবারই চেনা৷ কিন্তু এ বারের দোল বা হোলিতে এগুলো রুখতে এখন থেকেই সতর্ক জলপাইগুড়ি জেলা পুলিশ৷ দোলের সময়, বিশেষ করে হোলির দিন মোটর সাইকেলের রেস কিংবা মদ্যপদের দৌরাত্ম্য রুখতে সতর্ক থাকতে জেলার প্রতিটি থানাকে নির্দেশ দিলেন জেলার পুলিশ কর্তারা৷ সেই সঙ্গে এ ধরনের ঘটনা রুখতে প্রতিটি থানাকে বিশেষ বাহিনী গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ছাড়া নজরদারিতে সাধারণ পুলিশ কর্মীরা ছাড়াও সাদা পোশাকের পুলিশ তো থাকছেই৷

Advertisement

প্রতি বছরই দোল ও হোলির দিন এমন দাপাদাপিতে জেলা জুড়ে অনেক দূর্ঘটনা ঘটে৷ গোটা জেলা জুড়েই এই মুহূর্তে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে ব্যাপক হারে প্রচার চালাচ্ছে পুলিশ৷ পথ নিরাপত্তা নিয়ে রাস্তায় নামছেন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষও৷ এই পরিস্থিতিতে এবারের হোলির দিন দুর্ঘটনার হার কমাতে মরিয়া জেলার পুলিশ কর্তারা৷ সে জন্যই জেলার প্রতিটি থানাকে এ ব্যাপারে বিশেষ বাহিনী গঠন করতে নির্দেশ তাদের৷

জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, কেউ যাতে জোরে কিংবা মদ্যপ অবস্থায় মোটর সাইকেল না চালান, তা দেখতে প্রতিটি থানাতেই বিশেষ বাহিনী গঠন হচ্ছে৷ বিভিন্ন জায়গায় তল্লাশি চলবে৷ সাদা পোশাকের পুলিশও নানা জায়গায় নজরদারি চালাবে৷

Advertisement

দোল বা হোলিকে নিয়ে সতর্ক জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরও৷ ওই দিন দু’টিতে জেলার প্রতিটি হাসপাতাল ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসকের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীদের দলকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন জেলার স্বাস্থ্য কর্তারা৷ জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার জানান, প্রতিটি হাসপাতালেই এই ব্যবস্থা থাকবে৷ জেলা হাসপাতাল ও মালবাজার মহকুমা হাসপাতালে একটি করে অ্যাম্বুল্যান্সও তৈরি রাখা হবে৷ যাতে আপৎকালীন ব্যবস্থা নেওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন