করোনা-কবলে শিলিগুড়ি শহর
Coronavirus

আবার মৃত্যু, বাড়ল আক্রান্ত

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিনই তাঁকে ভর্তি করানো হয়েছিল। বাকিদের মধ্যে শক্তিগড়ের বাসিন্দা ৫১ বছরের এক মহিলা রয়েছেন।

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০২:১২
Share:

প্রতীকী ছবি

করোনা সংক্রমণ নিয়ে শিলিগুড়িতে চিকিৎসাধীন চার জন মারা গেলেন। কার্শিয়াংয়ে মারা গিয়েছেন একজন। শিলিগুড়িতে মৃতদের মধ্যে কাওয়াখালির কোভিড হাসপাতালে মারা গিয়েছেন শিলিগুড়ির দেবীডাঙা চম্পাসারির বাসিন্দা ৪৮ বছরের এক ব্যক্তি। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে কাওয়াখালির কোভিড হাসপাতালে রেফার করা হয়েছিল। ১৮ জুলাই তাঁকে কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়।

Advertisement

বাকি তিন জন মারা গিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যালে। তার মধ্যে রবিবার উত্তরবঙ্গ মেডিক্যালে মারা গিয়েছেন শিলিগুড়ির সেবক রোডে ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা ৬০ বছরের এক ব্যক্তি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিনই তাঁকে ভর্তি করানো হয়েছিল। বাকিদের মধ্যে শক্তিগড়ের বাসিন্দা ৫১ বছরের এক মহিলা রয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে তিনি উত্তরবঙ্গ মেডিক্যালে মারা যান। ওই রাতে উত্তরবঙ্গ মে়ডিক্যালে মারা যান ৭০ বছরের আর এক মহিলা। তাঁর বাড়ি ডুয়ার্সের নাগরাকাটাতে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন কার্শিয়াঙের দেওয়াল এলাকার বাসিন্দা ৭০ বছরের এক ব্যক্তি বাড়িতে মারা যান। তাঁর লালারস পরীক্ষায় দেহে করোনার সংক্রমণ মিলেছে।

Advertisement

মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে শিলিগুড়ি শহরে। এখনও পর্যন্ত করোনার সংক্রমণ নিয়ে শহরে ৪৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের একাংশের কোমর্বিডিটি ছিল বলেই স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। এ দিন নতুন করে শিলিগুড়ি শহরে ৬৫ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। তার মধ্যে ৪০ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৩৫ নম্বর ওয়ার্ডে ৭ জন, ৪১ এবং ৬ নম্বর ওয়ার্ডে ৬ জন করে নতুন আক্রান্ত হয়েছেন। শিলিগুড়ির সংযোজিত এলাকায় সংক্রমণ ক্রমেই বাড়ছে বলে পুর কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন।

শিলিগুড়ি পুর এলাকার বাইরে শিলিগুড়ি মহকুমা নিয়ে দার্জিলিং জেলায় আরও ৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে পাহাড়ে সুখিয়াপোখরিতে নতুন করে ৪ জন, ডলিতে ১ জন এবং সোনাদাতে ১ জন আক্রান্ত হয়েছেন। নকশালবাড়িতে ১ জন এবং মাটিগাড়ায় ২ জন আক্রান্তের রিপোর্ট মিলেছে। ৪৬ নম্বর ওয়ার্ডে এ দিনও নতুন করে ২ জন আক্রান্ত হয়েছেন। শিলিগুড়ি পুর এলাকায় ওই ওয়ার্ডেই এখন পর্যন্ত সংক্রমণ সব চেয়ে বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement