আবার জাল নোট উদ্ধার মালদহে

জাল নোটের জাল ছড়িয়ে পড়েছে মালদহ জেলা জুড়ে। সোমবার রাতে ফের বৈষ্ণবনগর থেকে নয়া দু’হাজারের জালনোট সমেত এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। নোট বাতিলের পর এই নিয়ে মোট দশ বার শুধুমাত্র মালদহের ইংরেজবাজার, কালিয়াচক ও বৈষ্ণবনগরে উদ্ধার হল নয়া দু’হাজারের জালনোট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০২:১১
Share:

জাল নোটের জাল ছড়িয়ে পড়েছে মালদহ জেলা জুড়ে। সোমবার রাতে ফের বৈষ্ণবনগর থেকে নয়া দু’হাজারের জালনোট সমেত এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। নোট বাতিলের পর এই নিয়ে মোট দশ বার শুধুমাত্র মালদহের ইংরেজবাজার, কালিয়াচক ও বৈষ্ণবনগরে উদ্ধার হল নয়া দু’হাজারের জালনোট। ফলে নতুন দু’হাজারের নোট নিয়ে উদ্বেগ বাড়ছে।

Advertisement

মালদহের মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, ‘‘দু’হাজারের জালনোট উদ্ধারের ঘটনা মালদহে যেন রোজকার হয়ে উঠেছে। যার ফলে খুচরো ব্যবসায়ীরা দু’হাজারের নোট নিতে ভয় পাচ্ছেন। কারণ একটি নোট জাল বের হলেই প্রচুর ক্ষতি হয়ে যাবে। কেন্দ্রের নোট বাতিলের পরেও জালনোটের সমস্যা সেই তিমিরেই রয়ে গেল।’’ পুলিশ জানিয়েছে, আট হাজার টাকার জালনোট সহ গ্রেফতার হয়েছে বৈষ্ণবনগর থানার মোহনপুরের বাসিন্দা বাবলু শেখ। মঙ্গলবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হবে।’’

নোট বাতিলের পরেও গত, ২৩ জানুয়ারি থেকে মালদহে একের পর এক নয়া দু’হাজারের জালনোট উদ্ধারের ঘটনা ঘটছে। কখনও বিএসএফ, কখনও আবার জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)র তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার জাল নোট। গ্রেফতার হয়েছে জালনোটের একাধিক কারবারি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন