বনে-বিক্ষোভ

গন্ডার মেরে খড়গ কেটে নেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করল বনবস্তি বাসিন্দারা। সোমবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় দু’ঘণ্টা ধরে চিলাপাতা রেঞ্জ অফিসে বিক্ষোভ চলে। বনবাসীদের অভিযোগ, চোরাশিকারির হানায় গন্ডার মৃত্যুর পরেও তৎপরতা দেখায়নি বনদফতর ও পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০২:৩০
Share:

গন্ডার মেরে খড়গ কেটে নেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করল বনবস্তি বাসিন্দারা। সোমবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় দু’ঘণ্টা ধরে চিলাপাতা রেঞ্জ অফিসে বিক্ষোভ চলে। বনবাসীদের অভিযোগ, চোরাশিকারির হানায় গন্ডার মৃত্যুর পরেও তৎপরতা দেখায়নি বনদফতর ও পুলিশ। সারা বছর বন্যপ্রাণী সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হয়না। বস্তিবাসীদের সঙ্গে সুসর্ম্পক বজায় রাখতে উদ্যোগী হয় না বন দফতর। শনিবার সকালে বন্যপ্রাণ তিন বিভাগের বানিয়া ওয়ান/এ কর্ম্পাটমেন্টে উদ্ধার হয় খড়গহীন গন্ডারের দেহ। অভিযোগ, গত ছ’মাসে জলদাপাড়ায় তিনটি গন্ডার মেরে খড়গ নিয়ে গিয়েছে চোরাশিকারিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement