Jalpaiguri

বানারহাটে ডায়না নদী থেকে উদ্ধার বৃদ্ধের দেহ

মৃতের ছেলের দাবি, রাতের অন্ধকারে হয়তো তাঁর বাবা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাঁরা কেউ জানতেও পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বানারহাট শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১৭:৩৪
Share:

শাটারস্টক থেকে নেওয়া প্রতীকী চিত্র।

জলপাইগুড়ির বানারহাটে ডায়না নদী থেকে বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকালে স্থানীয়রা নদীতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বানারহাট থানার পুলিশ।

Advertisement

ধূপগুড়ি এবং নাগরাকাটা ব্লকের মাঝখান দিয়ে বয়ে চলেছে ডায়না নদী। সেখান সকালে একটি মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। খবর যায় বানারহাট থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পরে ওই বৃদ্ধের পরিচয় জানা যায়। বৃদ্ধের নাম মাংড়া ওঁরাও (৭৩)। তিনি মগোলকাটা চা বাগানের গারা লাইনের বাসিন্দা ছিলেন।

মৃতের ছেলের দাবি, রাতের অন্ধকারে হয়তো তাঁর বাবা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাঁরা কেউ জানতেও পারেননি। বানারহাট থানার আইসি সমীর দেওসা বলেন, “নদীতে পড়েই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই নির্দিষ্ট করে বলা সম্ভব মৃত্যুর কারণ। তদন্ত চলছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন