গরু বাঁধাকে কেন্দ্র করে বিবাদ, রাতে ঘরে ঢুকে মহিলাকে খুন

ঘটনাটি ঘটেছে কোচবিহারের মারুগঞ্জের ভেলাকোপা এলাকায়। গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার স্বামী। গ্রেফতার করা হয়েছে সইদুল নামের ওই প্রতিবেশীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০১
Share:

তদন্ত চলছে

গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে ঘরে ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহিলার স্বামী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মারুগঞ্জের ভেলাকোপা এলাকায়। গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার স্বামী। গ্রেফতার করা হয়েছে সইদুল নামের ওই প্রতিবেশীকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম জরিফা বিবি। তাঁর স্বামী অসুস্থ। খাওয়াদাওয়া সেরে মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। তার পরেই এই ঘটনা ঘটে। ওই পরিবারের অভিযোগ, প্রতিবেশী সইদুল ইসলাম রাতে ঘরে ঢুকে ওই মহিলার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। হামলা চালানো হয় তাঁর অসুস্থ স্বামীর উপরও। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়েরা। রক্তাক্ত অবস্থায় তাঁদের দু’জনকেই কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরিফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর স্বামী।

জরিফার মেয়ে সানিয়া খাতুন জানান, সম্প্রতি সইদুলের সঙ্গে পুকুর পাড়ে গরু বাঁধা নিয়ে তাঁর মায়ের গন্ডগোল হয়েছিল। তার পর থেকেই তাঁদের উপর রেগে ছিলেন সইদুল। পুলিশকে বিষয়টি জানানোও হয়েছিল। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। মৃত্যুসজ্জায় মা জরিফা তাঁর কাছে সইদুলের নামও বলে গিয়েছেন বলে দাবি করেন মেয়ে। এই ঘটনার তদন্ত শুরু করেছেন তুফানগঞ্জ থানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement