Coronavirus

অ্যান্টিজেন পরীক্ষা শুরু হল উত্তরবঙ্গে

Advertisement

সৌমিত্র কুণ্ডু 

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৩:২৬
Share:

প্রতীকী ছবি

দ্রুত রোগ নির্ণয়ে এ বার অ্যান্টিজেন পরীক্ষা চালু হচ্ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ মেডিক্যালে ভাইরোলজি রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি (ভিআরডিএল)-তে এর মধ্যে প্রয়োজনীয় র‌্যাপিড অ্যান্টিজেন ডিটেকশন কিট চলে এসেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অ্যান্টিজেন নির্ণায়ক কিটের মাধ্যমে লালারসের নমুনা পরীক্ষা করে ২৫-৩০ মিনিটের মধ্যে করোনা সংক্রমণ সম্পর্কে জানা সম্ভব। কোমর্বিডিটি বা অন্য রোগ রয়েছে, বয়স্ক, হাসপাতালে ভর্তি রোগী, প্রসূতি, অন্য চিকিৎসা করাতে গিয়ে করোনা সংক্রমণ রয়েছে কি না জানা জরুরি। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে এই পদ্ধতিতেই লালারস পরীক্ষা হবে মেডিক্যাল কলেজে।

Advertisement

উত্তরবঙ্গে করোনা নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত রায় বলেন, ‘‘দ্রুত রোগ নির্ণয়ের জন্য এই পদ্ধতিতে লালারসের পরীক্ষা ব্যবস্থা উত্তরবঙ্গে চালু করা হচ্ছে। আপাতত তা উত্তরবঙ্গ মেডিক্যালে চালু করা হল। পরে জলপাইগুড়ি, মালদহ, কোচবিহারের মতো জেলাগুলিতেও একে একে চালু করা হবে।’’ আপাতত স্বাস্থ্য দফতর মেডিক্যাল কলেজগুলিতে মাইক্রোবায়োলজি বিভাগের অধীনে এই পরীক্ষার অনুমতি দিয়েছে।

উত্তরবঙ্গ মেডিক্যালের ভিআরডিএলের কাজে যুক্ত চিকিৎসক শান্তনু হাজরা জানান, এই পদ্ধতিতে লালারসের অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ হলে তা যথার্থ হিসাবে বিবেচিত হয়। কিন্তু যদি রিপোর্ট নেগেটিভ আসে, তখন সেই নমুনাটি বাস্তবে পজ়িটিভ কি না, তা নিয়ে কিছু সন্দেহ থাকে।

Advertisement

যে সমস্ত রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে, তাদের একাংশ মূমূর্ষু। ফলে চিকিৎসার বিশেষ সময় মিলছে না। অভিযোগ, রোগ নির্ণয়ে সময় লাগছে বলেই রোগী পাঠাতে দেরি হয়ে যাচ্ছে। অ্যান্টিজেন পরীক্ষা ব্যবস্থায় দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হলে সমস্যা কিছুটা মিটবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, উপসর্গ থাকায় যে সব রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এই পদ্ধতিতে তাঁদের পরীক্ষা করা হবে। উপসর্গহীন হলেও কেমোথেরাপির রোগী, এডস বা ‘ইমিউনো সাপ্রেসড’ রোগী, অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসা হবে এমন রোগী, ৬৫ বছরের বেশি বয়স্ক যাদের কোমর্বিডিটি বা ফুসফুস, হৃদযন্ত্র, যকৃত, কিডনির অসুখ রয়েছে, ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতিতে করোনা পরীক্ষা করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement