সেচ দফতরের কর্মীকে মারধর করে লুঠ মালদহে

মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন সেচ দফতরের এক কর্মী। আশঙ্কাজনক অবস্থায় সত্যজিৎ তালুকদার নামে ওই ব্যাক্তিকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৯
Share:

মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন সেচ দফতরের এক কর্মী। আশঙ্কাজনক অবস্থায় সত্যজিৎ তালুকদার নামে ওই ব্যাক্তিকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশের কাছে অভিযোগে তাঁর স্ত্রী জানান, দুষ্কৃতীরা সত্যজিত্‌বাবুর মোটর বাইক, সোনার হার, হাতঘড়ি এবং নগদ কয়েক হাজার টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দিয়েছে। বুধবার রাত ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজারের রবীন্দ্রভবন এলাকায়।

পুলিশ জানিয়েছে, সত্যজিৎ তালুকদার নামে ওই ব্যক্তি মালদহে সেচ দফতরের গ্রুপ-ডি কর্মী। রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখনই দুই দুষ্কৃতী তাঁর রাস্তা আটকে দাঁড়ায়। তাদের দুজনেরই মাথায় হেলমেট ছিল। রাস্তা আটকে দাঁড়ানোয় তাদের সঙ্গে সত্যজিৎবাবুর কথা কাটাকাটি শুরু হয়। এর মধ্যেই পিছন থেকে লোহার রড দিয়ে কেউ তাঁর মাথায় আঘাত করে। শুরু হয় এলোপাথাড়ি মারধর। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তাতেই লুটিয়ে পড়েন। অভিযোগ, এর পরে দুষ্কৃতীরা লুঠপাট চালিয়ে চম্পট দেয়।

Advertisement

তাঁকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরাই পুলিশের খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করেন। তাঁর মাথা এবং কপালে সেলাই পড়েছে।

দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শুধুমাত্র ছিনতাই, না এই হামলা পরিকল্পনামাফিক, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন