লক্ষাধিক টাকা ফিরিয়ে দিলেন অটো-চালক

যাত্রীর ফেলে যাওয়া লক্ষাধিক টাকা ফিরিয়ে দিলেন এক অটো চালক। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। রাত পর্যন্ত ওই যাত্রীর খোঁজ মেলেনি। তবে ফেলে যাওয়া জিনিসপত্র নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই চালক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০২:৪৮
Share:

যাত্রীর ফেলে যাওয়া লক্ষাধিক টাকা ফিরিয়ে দিলেন এক অটো চালক। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। রাত পর্যন্ত ওই যাত্রীর খোঁজ মেলেনি। তবে ফেলে যাওয়া জিনিসপত্র নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই চালক। পুলিশ জানিয়েছে ওই চালকের নাম জনি পাল। তিনি নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জংশন রুটে অটো চালান। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি জংশন এলাকা থেকে এক ব্যক্তি তাঁর অটোতে ওঠেন। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে নেমে তিনি চলে যান। ওই ব্যক্তি নেমে যাওয়ার পরে জনি খেয়াল করেন, অটোতে পড়ে রয়েছে একটি কালো ব্যাগ। তিনি ব্যগটি নিয়ে স্টেশন চত্বরে খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁদের ইউনিয়ন অফিসে গিয়ে আইএনটিটিইউসির ইউনিট সভাপতি প্রসেনজিত রায়ের হাতে সেটি তুলে দেন। এর পরে প্রসেনজিৎবাবুই নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে ফোন করে পুলিশকে জানান। পুলিশ গিয়ে ব্যাগটি থানায় নিয়ে যায়। ব্যাগটিতে লক্ষাধিক টাকা ও দু’টি বই ছিল। তার মধ্যে একটি গীতা। প্রসেনজিৎবাবু বলেন, ‘‘ওই চালকের সততা প্রশংসার যোগ্য। উনি এমন কাজ করে আমাদের সকলেরই দায়িত্ব বাড়িয়ে দিলেন।’’ আর যিনি এতগুলি টাকা ফিরিয়ে দিলেন তিনি নির্বিকার। তাঁর বক্তব্য, ওই টাকাগুলি তো আমার নয়। যাঁর টাকা, তিনি হয়ত বিপদে পড়ে যাবেন এই টাকাগুলি হারিয়ে। তবে যতক্ষণ না পর্যন্ত সঠিক লোকের হাতে টাকা পৌঁছাচ্ছে, আমার মানসিক শান্তি হচ্ছে না।’’ পুলিশও এমন উদ্যোগে খুশি। এনজেপি ফাঁড়ির ওসি সুবল ঘোষ বলেন, ‘‘এমন যদি সবার মানসিকতা থাকত, তাহলে চুরি, ছিনতাইয়ের মত ঘটনাই ঘটত না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন