অভব্য আচরণ, ফালাকাটায় মঞ্চে ক্ষোভ শুভশ্রীর

ফালাকাটা কলেজের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে এসে হয়রানির মুখে পড়লেন অভিনেত্রী শুভশ্রী। চরম অভব্য আচরণের অভিযোগ তুলে মঞ্চে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। শনিবার সন্ধ্যায় ওই ঘটনার প্রতিবাদে শুভশ্রী মঞ্চে উঠে দু-মিনিটের মধ্যে নেমে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফালাকাটা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ০১:৫৩
Share:

ফালাকাটা কলেজের বার্ষিক অনুষ্ঠানে শুভশ্রী। নিজস্ব চিত্র।

ফালাকাটা কলেজের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে এসে হয়রানির মুখে পড়লেন অভিনেত্রী শুভশ্রী। চরম অভব্য আচরণের অভিযোগ তুলে মঞ্চে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। শনিবার সন্ধ্যায় ওই ঘটনার প্রতিবাদে শুভশ্রী মঞ্চে উঠে দু-মিনিটের মধ্যে নেমে যান। দৃশ্যতই ক্ষুব্ধ শুভশ্রী মাইক হাতে বলেন, তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা কোনও মেয়ের সঙ্গে হওয়া উচিত নয়।

Advertisement

তৃণমূল ছাত্র পরিষদ-পরিচালিত ছাত্র সংসদের বার্ষিক অনুষ্ঠানে এই ঘটনার জেরে অস্বস্তিতে শাসকদলের ছাত্র সংগঠন। অস্বস্তিতে পড়েছে কলেজ কর্তৃপক্ষও। প্রচুর পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কী করে টলিউডের নায়িকার সঙ্গে এমন হয়রানির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসন। সম্প্রতি কোচবিহারের রাসমেলায় অনুষ্ঠান করে ফিরে স্টেজের পাশ থেকে কটূক্তির অভিযোগ তুলেছিলেন সঙ্গীতশিল্পী আকৃতি কক্করও। সেখানেও তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধানের ছেলের সামনেই ঘটনা ঘটে বলে অভিযোগ।

কী ঘটেছিল এ দিন?

Advertisement

কলেজের বাৎসরিক অনুষ্ঠানে শুভশ্রী আসছেন বলে রীতিমতো প্রচার চালানো হয় তৃণমূল ছাত্র পরিষদ-পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে। দুপুর থেকে ভিড় উপচে পড়তে থাকে কলেজ মাঠে। দুপুর থেকে চলছিল সঙ্গীতানুষ্ঠান। সকলে শুভশ্রীর অপেক্ষায় ছিলেন। সে জন্য প্রচুর পুলিশ মোতায়ন করা হয়। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ শুভশ্রীর গাড়ি কলেজে পৌঁছতে একদল যুবক তাঁকে ঘিরে ধরে। অনেকেই নায়িকাকে ছোঁয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কয়েকগুণ ভিড় উপচে পড়ে নায়িকাকে ঘিরে। পুলিশ চেষ্টা চালালেও ভিড় থেকে নায়িকাকে উদ্ধার করতে পারেনি। উল্টে একদল যুবক শুভশ্রীর সঙ্গে অভব্য আচরণ শুরু করে। কোনও মতে ভিড় ঠেলে শুভশ্রীকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছেন শুভশ্রী। ক্ষোভে ফেটে পড়েন তিনি। মঞ্চে উঠলেও অনুষ্ঠান তো দূরের কথা, উল্টে নিজের ক্ষোভ উগরে দেন সেখানে। এক মিনিট ধরে তার উপর চলা অভব্য ব্যবহারের কথা তুলে ধরেন তিনি। মাইক হাতে শুভশ্রী বলেন, ‘‘আমি মেয়েদের বিশেষ করে বলতে চাই, ছেলেরা আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করেছে। আমার সঙ্গে যেটা হয়েছে তা কোনও মেয়ের সঙ্গে করা উচিত নয়। এর জন্য আমার মানসিক অবস্থা ভাল নয়।’’ এর পরেই তিনি মঞ্চ থেকে নেমে চলে যান। পুলিশ বাহিনী ব্যারিকেড করে তাঁকে গাড়িতে তুলে দেয়। শুভশ্রীর মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ঘটনার জেরে ‘বহিরাগতদের’ দিকে আঙুল তুলেছে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ। ফালাকাটা কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অনন্ত সরকার বলেন, ‘‘শুভশ্রীর উপর যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা মানা যায় না। যারা ওই কাণ্ড ঘটিয়েছে, তারা বহিরাগত। আমরা তাদের চিহ্নিত করছি।’’ ঘটনার কথা মেনেছেন ফালাকাটার ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় দাসও। শুভশ্রী চলে যাওয়ার পরে মঞ্চে উঠে ক্ষমা চান তিনিও। তাঁর কথায়, ‘‘আমি ঘটনার পরে ওনার কাছে ক্ষমা চেয়েছি। আমার অনুরোধেই উনি মঞ্চে উঠেছিলেন। যা হয়েছে এতে আমরা দুঃখিত। বহিরাগতরাই এটা করেছে।’’

ওই ঘটনায় পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন, জয়গাঁর এসডিপিও পার্থসারথি মজুমদার। তাঁর কথায়, ‘‘নায়িকাকে কাছ থেকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’ কলেজের অধ্যক্ষ হীরেন্দ্রনাথ ভট্টাচার্যের কথায়, ‘‘যা হয়েছে তা কাম্য নয়। প্রচুর বহিরাগত কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিল। যা ঘটেছে তা কলেজের পক্ষে ভাল হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন