Balurghat-Howrah Express

সপ্তাহে পাঁচ দিন হাওড়া এক্সপ্রেস

বুধবার বালুরঘাট রেল উন্নয়ন কমিটির পক্ষ থেকে ওই খবর শহরে মাইকে প্রচার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৩
Share:

—ফাইল চিত্র

বৃহস্পতিবার থেকে সপ্তাহে পাঁচ দিন চলবে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস। দীর্ঘদিনের একটি দাবিপূরণে খুশি দক্ষিণ দিনাজপুরবাসী অনেকে। রেল সূত্রে জানা গিয়েছে, ওই ট্রেনটি বালুরঘাট থেকে সোম ও মঙ্গলবার চলত। এ বার তা চলবে সপ্তাহে পাঁচ দিন।

Advertisement

বুধবার বালুরঘাট রেল উন্নয়ন কমিটির পক্ষ থেকে ওই খবর শহরে মাইকে প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহরবাসীকে বালুরঘাট স্টেশনে উপস্থিত থাকতেও বলা হয়। রেলের তরফেও বালুরঘাট স্টেশনে ওই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

রেল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে সপ্তাহে পাঁচ দিন বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। বুধবার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, কলকাতা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। বালুরঘাট স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ সুকান্ত মজুমদার।

Advertisement

বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন চালুর কৃতিত্ব দাবি করে বিজেপি প্রচার শুরু করেছে। বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন জানান, গত লোকসভা ভোটের সময় জেলায় রেল পরিষেবার উন্নতির জন্য দল এবং প্রার্থীর তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বালুরঘাটে দলের সাংসদ সুকান্ত মজুমদার তা নিয়ে দিল্লিতে দরবারও করেন। তার ফলস্বরূপ বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস পাঁচ দিন চালু করা হচ্ছে। বিজেপির দাবি, আগামী দিনে রেলের বকেয়া প্রকল্পগুলি নিয়ে সাংসদের নেতৃত্বে দাবি দরবার চলবে।

রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন মালিগাঁও থেকে বালুরঘাট স্টেশনে ওই ট্রেনের রেক (কামরা) পৌঁছনো ও অনুষ্ঠানের অন্য প্রস্তুতি পর্বের কাজ দেখতে পরিদর্শনে আসেন ডিআরএম রবীন্দ্রকুমার বর্মা। দুপুরে বালুরঘাট স্টেশন ঘুরে দেখার পরে তিনি রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশও দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement