ফের দিনহাটায় আসবেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ

ভিটের টানে চলতি মাসেই ফের দিনহাটায় আসতে পারেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ। শুক্রবার তাঁর এক আত্মীয় সম্ভাব্য সফরসূচির কথা জেলা প্রশাসনের কর্তাদের জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০২:৩৩
Share:

হুসেইন মহম্মদ এরশাদ

ভিটের টানে চলতি মাসেই ফের দিনহাটায় আসতে পারেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ। শুক্রবার তাঁর এক আত্মীয় সম্ভাব্য সফরসূচির কথা জেলা প্রশাসনের কর্তাদের জানিয়েছেন। ১৫ এপ্রিল দিনহাটায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান রয়েছে। সেখানেই যোগ দিতে পারেন ‘ঘরের ছেলে’। সব কিছু ঠিকঠাক থাকলে তার আগের দিন চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে দিনহাটায় পৌঁছোবেন তিনি। ১৮ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির এক ভাইপো জ্যাকারিয়া হোসেনের ছেলের অন্নপ্রশাসন ওই দিন। জ্যাকারিয়া বলেন, “জ্যাঠার সঙ্গে ফোনে কথা হয়েছে। ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানে তিনি আসবেন বলে জানিয়েছেন।” এরশাদের সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৬ এপ্রিল কোচবিহার রাজবাড়ি ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। ১৭ এপ্রিল ডুয়ার্সের বাতাবাড়ি এলাকায় আর এক আত্মীয়ের বাড়িতে যেতে পারেন তিনি। পর দিন দিনহাটা থেকে সরাসরি চ্যাংরাবান্ধা হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। জ্যাকারিয়া জানান, প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের পরিবহণ মন্ত্রী রুহল আমিন ও জাতীয় পার্টির প্রেস সচিব সুনীলশুভ রায়ও আসতে পারেন। ছোটবেলার স্মৃতি বিজড়িত শহর রাজনৈতিক সহকর্মীদের ঘুরে দেখাতে চান তিনি।

কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথন বলেন, “আমার দফতরে এক জন চিঠি দিয়েছেন। তবে এখনও সরকারি ভাবে খবর পাইনি।”

Advertisement

দিনহাটার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতির পৈতৃক বাড়ি। তাঁর পরিবার সূত্রেই জানা গিয়েছে, ১৯৪৬ সালে দিনহাটায় ম্যাট্রিকুলেশন পাশ করেন এরশাদ। পরে রংপুর কলেজে পড়তে চলে যান তিনি। দেশভাগের পর অবশ্য আর ফেরা হয়নি। ২০১৫ সালের ডিসেম্বরে শেষবার ঘরের মাটিতে পা রেখেছিলেন দিনহাটার ‘পেয়ারাদা’ এরশাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন