বাংলা ভাগ নয়, সরব সাংসদ

একুশে জুলাইয়ের আগে প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলায় সভা করছেন তৃণমূল সাংসদ। এ দিন সমাবেশ ছিল জলপাইগুড়ির ধূপগুড়িতে। সেখানে বক্তৃতার সময়ে তিনি একাধিক বার দার্জিলিং প্রসঙ্গ তোলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ০৩:৩৪
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপ দিয়ে বাংলা ভাগ করানো যাবে না— এ দিন যুব তৃণমূলের সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘যাঁরা এই পরিকল্পনা ও চক্রান্ত করে পাহাড়কে অশান্ত করতে চাইছেন, পাহাড়ের মানুষই তাঁদের যোগ্য জবাব দেবে৷’’

Advertisement

একুশে জুলাইয়ের আগে প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলায় সভা করছেন তৃণমূল সাংসদ। এ দিন সমাবেশ ছিল জলপাইগুড়ির ধূপগুড়িতে। সেখানে বক্তৃতার সময়ে তিনি একাধিক বার দার্জিলিং প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, মমতা যত দিন বেঁচে আছেন এবং তৃণমূল ক্ষমতায় আছে, তত দিন লাখ-কোটিবার চেষ্টা করেও বাংলা ভাগ করা যাবে না।

মমতা যে বহু বার পাহাড়ে গিয়েছেন, সে কথা উল্লেখ করে অভিষেক বলেন, ‘‘তিনি এক সভামঞ্চে বিমল গুরুঙ্গ, রোশন গিরি, হরকাবাহাদুর ছেত্রীকে বসিয়ে পরিকাঠামো-সহ যাবতীয় বিষয় নিয়ে কথা বলেছিলেন। জানিয়েছিলেন, অর্থ সাহায্য করবে সরকার। কিন্তু বাংলা ভাগ হতে দেবেন না।’’

Advertisement

অভিষেক এ দিন বাম নেতাদের বিরুদ্ধেও সরব হয়েছেন। বামেদের তরফে অবশ্য বলা হয়েছে, বারবার বলা সত্ত্বেও দেখা যাচ্ছে, পাহাড় হাসছে না। এই গোলমালের জন্য তাঁরা রাজ্য সরকারের অতিসক্রিয়তাকেই দায়ী করেছেন। অভিষেক পাল্টা বলেন, ‘‘দার্জিলিংকে অশান্ত করতে চাইছেন যাঁরা, পাহাড়ের মানুষ গণতান্ত্রিক ভাবেই তাঁদের যোগ্য জবাব দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন