Bhushan Singh

বেসুরো ভূষণ-উদয়ন

রাজ্য নেতৃত্বের কথা মেনেই চলি। বিজেপিতে যাওয়ার আমার কোনও ইচ্ছে নেই। পার্থপ্রতিমের দল পরিচালনা করার ক্ষমতা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কোচবিহার শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৪:০৭
Share:

—ফাইল চিত্র

মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি। এ বারে সেই তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংহ অভিযোগ করেছেন, ‘‘তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায় স্কুল মাস্টার থেকে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছেন। শহরের দামি জায়গায় ফ্ল্যাট-বাড়ি, জমি, চার-পাঁচটি গাড়ির মালিক। তাঁর টাকার উৎস কোথায়?’’ তিনি দাবি করেছেন, পার্থপ্রতিমের কোনও জনভিত্তি নেই। ঠিক এমন ভাবেই নাম না করে পার্থপ্রতিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধায়ক মিহির গোস্বামী। পরে তিনি বিজেপিতে যোগ দেন। শুভেন্দু অধিকারী থেকে জিতেন্দ্র তেওয়ারি একই ভাবে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। দল থেকে ইস্তফা দিয়েছেন তাঁরা। প্রশ্ন উঠেছে সে পথেই কি হাঁটছেন ভূষণ?

Advertisement

ভূষণ অবশ্য বলেন, “আমি তৃণমূল করি। রাজ্য নেতৃত্বের কথা মেনেই চলি। বিজেপিতে যাওয়ার আমার কোনও ইচ্ছে নেই। পার্থপ্রতিমের দল পরিচালনা করার ক্ষমতা নেই। তাঁর সম্পর্কে মানুষ যা বলে, আমিও তাই বলেছি।” তিনি পার্থপ্রতিমের অপসারণের দাবিও করেন। তিনি আরও বলেন, “দলের ক্ষতি করে পার্থপ্রতিম বিজেপিতে যাবে।”

পার্থপ্রতিম অবশ্য এই বিষয়ে কিছু বলতে চাননি। তিনি বলেন, “আমি একা কেউ নই। দলের অংশ। যা বলার দলের মধ্যে বলব।” দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার আগে পর্যন্ত পার্থ-ভূষণের সম্পর্ক ভাল ছিল। সম্প্রতি কোচবিহার পুরসভার প্রশাসকমণ্ডলী গঠন নিয়ে তিক্ততা তৈরি হয়। ভূষণের অভিযোগ, তাঁকে না জানিয়ে তিন জনকে প্রশাসকমণ্ডলীতে জায়গা করে দিয়েছেন পার্থ। এর পরে বুধবার মুখ্যমন্ত্রীর মঞ্চেও ভুষণকে উঠতে দেওয়া হয়নি। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন ভূষণ।

Advertisement

খানিক বেসুরো দলের আর-এক বিধায়ক উদয়ন গুহও। বৃহস্পতিবার সকালে ফেসবুক পেজে উদয়ন লেখেন, “বাঙালির এই দুঃসময়ে চরম শত্রুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেও রাজি, ব্যক্তির চাইতে সমষ্টির স্বার্থ বড়।” উদয়ন ওই পোস্ট নিয়ে কোনও ব্যাখ্যা দিতে চাননি। তিনি বলেন, “যার যা বোঝার বুঝে নেবেন।” তিনি অবশ্য জানান, তাঁর বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নেই। উদয়ন বলেন, “আসলে যাঁরা যাওয়ার, তাঁরা আগে থেকেই সব ঠিক করে রেখেছিলেন।” পার্থপ্রতিমও দাবি করেন, নতুন করে কোচবিহার থেকে কারও বিজেপিতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন