উপনির্বাচনে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী বিনয়

আগেই প্রস্তাব হয়েছিল। এ বার আনুষ্ঠানিকভাবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সভাপতি বিনয় তামাংয়ের নাম ঘোষণা করল মোর্চা। মঙ্গলবার দার্জিলিঙের একটি হোটেলে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ০৩:৩৯
Share:

বিনয় তামাং। —ফাইল চিত্র।

আগেই প্রস্তাব হয়েছিল। এ বার আনুষ্ঠানিকভাবে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সভাপতি বিনয় তামাংয়ের নাম ঘোষণা করল মোর্চা। মঙ্গলবার দার্জিলিঙের একটি হোটেলে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সেই বৈঠক শেষেই বিনয়ের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তথা নারী মোর্চার সভাপতি ছিরিং দাহাল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বিনয় বলেন, ‘‘উপনির্বাচন নিয়ে রবিবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা কোন কোন বিষয়কে সামনে রেখে প্রচার করব, কী ভাবে কাজ হবে— সব বিষয়ে উনি পরামর্শ দিয়েছেন। তৃণমূলের সঙ্গে যৌথ ভাবেই প্রচার হবে। পাহাড়ের জন্য দল ও মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন তা যাথযথভাবে পালন করব।’’

Advertisement

এ দিনের বৈঠকে মোর্চার কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের সমস্ত শাখা সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। মোর্চার সাধারণ সম্পাদক অনীত থাপা জানিয়েছেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই এ দিন কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকে বিনয়ের নাম চূড়ান্ত করেছেন তাঁরা। তাঁর দাবি এই মুহূর্তে দার্জিলিং কেন্দ্রের জন্য বিনয় তামাংই সব থেকে যোগ্য ব্যক্তি। শীঘ্রই তৃণমূলের সঙ্গে যৌথভাবে বিনয়ের নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক থাকায় বিনয় পাহাড়ের জন্য অনেক বেশি বরাদ্দ আনতে সক্ষম হবেন বলেই মনে করছেন মোর্চা নেতারা। ছিরিং বলেন, ‘‘রাজ্য সরকারের সঙ্গে বোঝাপড়া করে পাহাড়ে শান্তি ফেরাতে সক্ষম হয়েছেন বিনয় তামাং। পাহাড়ের জন্য বিশ্ববিদ্যালয়-সহ একাধিক উন্নয়ন প্রকল্পও এনেছেন তিনি। তাই দলে সর্বসন্মতিক্রমেই তাঁর নাম ঠিক করা হয়েছে।’’

বিনয়ের নাম ঘোষণার পরই এ দিন দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় প্রচার শুরু হয়ে গিয়েছে। কাল থেকেই দেওয়াল লিখন, ব্যানার, পোস্টার লাগানোর কাজ শুরু হবে বলেই জানিয়েছেন অনীত। মোর্চা সূত্রে জানা গিয়েছে, দলীয় সভাপতিকে জেতাতে পাহাড়ের অন্যান্য এলাকার নেতাদের উপনির্বাচন পর্যন্ত দার্জিলিংয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকাভিত্তিক প্রচারের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে। ছিরিং জানান, বিধানসভা কেন্দ্রের প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছনোর পরিকল্পনা তৈরি করেই তাঁরা মাঠে নামছেন।

Advertisement

মোর্চার পাশাপাশি এদিন উপানির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জন আন্দোলন পার্টিও (জাপ)। দলের সভাপতি হরকাবাহাদুর ছেত্রী জানিয়েছেন, দার্জিলিং কেন্দ্রে তাঁদের দলের প্রার্থী মদন তামাংয়ের ভাই অমর লামা। অমরের বাড়ি দার্জিলিং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। একসময় গোর্খা লিগের দায়িত্ব সামলানো অমর জাপ তৈরির পর হরকার দলে যোগ দেন। জাপের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তিনি। দলের হয়ে চা বাগানের সংগঠন সামলানোর দায়িত্বও রয়েছে তাঁর উপর। অমর বলেন, ‘‘দলকে জিতিয়ে পাহাড়ের মানুষের দাবিকে প্রতিষ্ঠিত করতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন