Dinhata

পার্টি অফিস ও তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরে অভিযুক্ত বিজেপি

ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার গোসানিমারি এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ২৩:৪৭
Share:

নিজস্ব চিত্র।

তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেনের উপর হামলার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার গোসানিমারি এলাকায়।

Advertisement

শনিবার বিকেলে সিতাই ব্লকের গোসানিমারি এলাকায় রাজ্য বিজেরপি-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর জনসভাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। জনসভায় আসার সময় বিজেপিকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরবর্তীতে তৃণমূলের উপর বিজেপি-র বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে গোসানিমারি তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরা ভাঙচুর চালান বলে অভিযোগ।

পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমুল নেতা নুর আলম গোসানিমারিতে গেলে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। নুর আলম হোসেনের অভিযোগ, ‘‘সায়ন্তন বসুর জনসভা শেষে বিজেপি-র কর্মী-সমর্থকেরা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালিয়ে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেয়। দলীয় কার্যালয় পুনরুদ্ধার করতে গেলে আমার উপর হামলা চালায় বিজেপি-র গুন্ডাবাহিনী। আমার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়।’’ তৃণমূলের দাবি, নুর আলম গোসানিমারি থেকে বেরিয়ে দিনহাটায় এসে পুলিশের দ্বারস্থ হন।

Advertisement

বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। এই প্রসঙ্গে বিজেপি-র কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা রায় বলেন, ‘‘নুর আলম হোসেনের গাড়িতে বিজেপিকর্মীরা হামলা চালাননি। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। নিজেরাই দলীয় কার্যালয় এবং গাড়িতে ভাঙচুর করে বিজেপি-র ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবে যুক্ত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement