BJP

Siliguri Municipal Election: শঙ্করই কি মেয়র-মুখ, জল্পনা উস্কে দিল বিজেপি, প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিদ্রোহ

প্রার্থী তালিকা ঘোষণার পর জেলা কার্যালয়ে চিৎকার জুড়ে দেন ২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা প্রদীপ চৌধুরী।

Advertisement

শুভঙ্কর পাল

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ০৮:৫৬
Share:

ঘোষণা-পর্ব: বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। নিজস্ব চিত্র।

কলকাতার পর এ বার শিলিগুড়ি। পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিক্ষোভ বিজেপি জেলা কার্যালয়ে। সাংসদ, বিধায়কদের সামনেই বিক্ষোভ জুড়ে দিলেন এক নেতা।

Advertisement

বুধবার সন্ধ্যায় মাল্লাগুড়িতে জেলা কার্যালয়ে শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় বিজেপির তরফে। বিধায়ক শঙ্কর ঘোষকে ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে। যদিও এ বার মেয়র পদে কাউকে সামনে রাখার কথা ঘোষণা করেনি বিজেপি। তবে এ দিন শঙ্করকে প্রার্থী করে তাঁকেই কি মেয়রের মুখ হিসেবে রাখতে চাইছে তারা? এই জল্পনা দেখা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে আসা নান্টু পাল ও মঞ্জুশ্রী পালকেও বিজেপি টিকিট দিয়েছে। গত পুরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন মালতি রায়। তাঁকে ৪৬ নম্বর ওয়ার্ডে দাঁড় করানো হচ্ছে। এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তল বিজেপি ছেড়ে দু'দিন আগে তৃণমূলে যোগ দেন। সেই ওয়ার্ডে শালিনী ডালমিয়াকে প্রার্থী করছে বিজেপি। বুধবার প্রার্থী তালিকা ঘোষণার আগে তিনি বিজেপিতে যোগ দেন। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সিপিএমের কাউন্সিলর ছিলেন।

এ দিন প্রার্থী তালিকা ঘোষণার পর জেলা কার্যালয়ে চিৎকার জুড়ে দেন ২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা প্রদীপ চৌধুরী। সেই সময় উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা, বিজেপি রাজ্য সহ সভাপতি রথীন্দ্রনাথ বসু, বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মণ, শিখা চট্টোপাধ্যায়। ওই বিজেপি নেতার কথা, ‘‘এই ওয়ার্ডে আমার স্ত্রী তাপসী চৌধুরীকে টিকিট দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু পরে দেখছি বাণী পালকে টিকিট দেওয়া হয়েছে। দলের মধ্যেই গোপন আঁতাঁত করে এ ভাবে অন্য দলকে সুবিধা পাইয়ে দিতে অন্যদের টিকিট দেওয়া হচ্ছে।’’

Advertisement

যদিও এ দিন জেলা বিজেপি সভাপতি আনন্দময় বর্মণের কথা, ‘‘এগুলি খুব ছোট ঘটনা। বসে সমস্যা মিটিয়ে ফেলা হবে। তাছাড়া দল যাঁদের যোগ্য মনে করেছে তাঁদের টিকিট দেওয়া হয়েছে।’’

বিধায়ক শঙ্কর ঘোষ ২৪ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন। তাঁকে মেয়রের মুখ করেই কি তবে পুরসভা নির্বাচনে লড়ার চিন্তাভাবনা করছে বিজেপি? শহরের রাজনৈতিক মহলে এমনই গুঞ্জন শুরু হয়েছে। যদিও এ দিন সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘দল জেতার পর প্রথা মেনে ঠিক করা হবে কে মেয়র হবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন