Arrest

পাঁচ হাজার টাকা চেয়ে ২০০২ সালের ভোটার তালিকায় নাম তোলার প্রতিশ্রতি! কোচবিহারে আটক বিজেপি নেতা

দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত কিসামত দশগ্রাম এলাকা থেকে শ্যামল দাস নামে স্থানীয় এক বিজেপি নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২৩:১৯
Share:

—প্রতীকী চিত্র।

২০০২ সালের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি পাঁচ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। কোচবিহারে এই ঘটনায় অভিযুক্তকে আটকে রেখে পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন সাধারণ মানুষ।

Advertisement

দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত কিসামত দশগ্রাম এলাকা থেকে শ্যামল দাস নামে স্থানীয় এক বিজেপি নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

যদিও শ্যামলের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর বক্তব্য, তিনি এসআইআর-এর ফর্ম ফিল আপে বিভিন্ন মানুষকে সহযোগিতা করেছেন। সেই কারণে সেই এলাকা থেকে কয়েক জন তাঁকে ডেকেছিলেন। তিনি সেখানে যাওয়ার পর স্থানীয় এক ব্যক্তি ভোটার তালিকার সমস্যার কথা তাঁকে জানান। তিনি ওই ব্যক্তিকে জানিয়েছিলেন, তিনি ফর্ম ফিল আপে সহযোগিতা করতে পারেন। কিন্তু তার বাইরে কিছু করতে পারবেন না। সেই বাড়িতে চা খাওয়ার পর যখন বাইরে বার হন, তখনই এলাকার মানুষ তাঁকে ঘিরে ধরে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ।

Advertisement

এই ঘটনার পর সমাজমাধ্যমে বিজেপিকে বিঁধেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন। শ্যামলের ছবি-সহ পোস্টে লিখেছেন, ‘‘এই রত্নটিকে চিনে রাখুন। নাম শ্যামল দাস। সাকিন বামনহাট। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের নেতা। আজ কিশামত দশ গ্রামে ধরা পড়েছেন। ৫০০০ টাকার বিনিময়ে, যাদের নাম ২০০২-এর ভোটার তালিকায় নেই তাদের নাম তুলে দেবেন বলে আশ্বাস দিয়ে বেড়াচ্ছিলেন। জনগণ ধরার পর একটু আদর করে, পুলিশের হাতে তুলে দিয়েছেন। শোনা যায়, উনি নিষিদ্ধ বস্তুর ব্যবসার সাথে জড়িত।’’

পাল্টা বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বোস বলেন, ‘‘উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ব্যক্তিগত আক্রোশ থেকে এ সব করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement