যাত্রা-শুরুতেই হোঁচট বিজেপির, প্রশ্নে সংগঠন

উত্তর দিনাজপুরের বড় একটা অংশে বিজেপি যে এখনও তেমন প্রভাব ফেলতে পারেনি, সেটাই প্রকট হল গাঁধী সংকল্প যাত্রার কর্মসূচির সূচনায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ০৮:০৫
Share:

সূচনা: রায়গঞ্জে সংকল্প যাত্রায় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। নিজস্ব চিত্র

লোকসভা কেন্দ্র দখলে এলেও সাংগঠনিক দুর্বলতা ঢাকা গেল না।

Advertisement

উত্তর দিনাজপুরের বড় একটা অংশে বিজেপি যে এখনও তেমন প্রভাব ফেলতে পারেনি, সেটাই প্রকট হল গাঁধী সংকল্প যাত্রার কর্মসূচির সূচনায়। বুধবার তাই গোয়ালপোখর ও চাকুলিয়াকে বাদ রেখেই রায়গঞ্জের বাকি পাঁচটি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি চূড়ান্ত করল বিজেপি। এ দিন করণদিঘির বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সংকল্প যাত্রার সূচি চূড়ান্ত করেও শেষপর্যন্ত তা বাতিল করে দিল বিজেপি। সংগঠনের দুর্বলতা আরও বেশি করে চোখে পড়ল এ দিন সংকল্প যাত্রা কর্মসূচির সূচনায়।

আনুষ্ঠানিক সূচনা করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। কিন্তু সেই দু’কিলোমিটারের সেই যাত্রায় দলের নেতা-কর্মীদের তেমন উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না। স্থানীয় সূত্রের খবর, শ’দেড়েক মানুষ হেঁটেছেন এ দিনের সূচনা যাত্রায়। যাঁদের বেশিরভাগই দলের লোকজন নন।

Advertisement

এ দিন দেবশ্রী করণদিঘির সিঙ্গারদহ এলাকায় দুর্গাপুজোর একটি মেলায় যোগ দিতে যান। মেলার এক কিলোমিটার আগেই তিনি গাড়ি থেকে নেমে পড়েন। এরপর শতাধিক লোকের সঙ্গে হেঁটে তিনি মেলা চত্বরে প্রবেশ করেন। বাসিন্দাদের একাংশের দাবি, এ দিন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দেবশ্রীকে দেখার জন্য সিঙ্গারদহ ও দোমহনা এলাকায় বহু মানুষ ভিড় করেছিলেন। দেবশ্রী মেলার এক কিলোমিটার আগে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বহু মেলামুখী বাসিন্দা তাঁর সঙ্গে হেঁটে মেলা চত্বরে ঢোকেন। ফলে এ দিনের সংকল্প যাত্রার সূচনায় দলের কতজন কর্মী সামিল হয়েছিলেন, তা নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠে পড়েছে।

যদিও দলের জেলা সভাপতি নির্মল দামের বক্তব্য, যাঁরা মন্ত্রী দেবশ্রীর সঙ্গে হেঁটেছেন তাঁরা সকলেই দলের কর্মী বা সমর্থক। দিল্লিতে কাজ পড়ে যাওয়ায় দেবশ্রীর এ দিন করণদিঘিতে পৌঁছতে বিকেল গড়িয়ে যায়। সেইজন্য তিনি করণদিঘির বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সংকল্প যাত্রায় হাঁটতে পারেননি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ীর দাবি, ‘‘গোয়ালপোখর ও চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে দলের সাংগঠনিক দূর্বলতা রয়েছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে ওই দুই বিধানসভা কেন্দ্রে দল শক্তিশালী হচ্ছে।’’

গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রে লিড পায় বিজেপি। গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রে প্রায় ৮০ হাজার ও চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে প্রায় আড়াই হাজার ভোটে পিছিয়ে পড়ে বিজেপি। নির্মলের দাবি, আজ, বৃহস্পতিবার কালিয়াগঞ্জে ও কাল শুক্রবার হেমতাবাদে দলের সংকল্প যাত্রার নেতৃত্ব দেবেন দেবশ্রী। এছাড়াও ১৯ ও ২০ অক্টোবর রায়গঞ্জ ও ইসলামপুরের একাংশে সংকল্প যাত্রায় যোগ দেবেন তিনি।

নির্মলের কথায়, ‘‘আপাতত পাঁচটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে ১৫০ কিলোমিটার সংকল্প যাত্রার সূচি চূড়ান্ত করা হয়েছে। বাসিন্দাদের সমস্যা, অভাব ও অভিযোগ শোনা এবং তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, তা জানতেই ওই যাত্রার আয়োজন করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন