মালদহে ঘাঁটি শক্ত করতে চায় বিজেপি

কংগ্রেসের শক্ত মাটিতে বিধানসভা ভোটে ঘাস ফুল না ফুটলেও ফুটেছে পদ্ম। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও মালদহের মাটিতে পদ্মফুল ফোটাতে মরিয়া বিজেপির রাজ্য নেতৃত্ব। তাই চলতি রাজ্য কার্যকারিণীর সভা অনুষ্ঠিত হতে চলেছে মালদহেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০১:৪৪
Share:

কংগ্রেসের শক্ত মাটিতে বিধানসভা ভোটে ঘাস ফুল না ফুটলেও ফুটেছে পদ্ম। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও মালদহের মাটিতে পদ্মফুল ফোটাতে মরিয়া বিজেপির রাজ্য নেতৃত্ব। তাই চলতি রাজ্য কার্যকারিণীর সভা অনুষ্ঠিত হতে চলেছে মালদহেই।

Advertisement

বৃহস্পতিবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী জানান, ২১ ও ২২ জানুয়ারি কার্যকারিণী সভা হবে। ২১ জানুয়ারি বেলা ১১টা নাগাদ মালদহ টাউন হলে রাজ্যের সব জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে জেলাতে প্রকাশ্য সভা করা নিয়ে সাংবাদিক বৈঠকে সংশয়ে প্রকাশ করেছেন বিশ্বপ্রিয়বাবু। বিধানসভা নির্বাচনে মালদহের ১২টি আসনেই ভরাডুবি ঘটেছে তৃণমূলের। বৈষ্ণবনগর আসনটি ছিনিয়ে নিয়েছে বিজেপি। এ ছাড়া বিজেপির ভোটের হার ছিল ২০.৮ শতাংশ। তবে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মালদহে বিজেপির ভোট ছিল ৭.৫ শতাংশ। লোকসভা নির্বাচনেও বিজেপির ভোট বেড়েছে মালদহে। মালদহের দু’টি পুরসভার ৪৯টি আসনের মধ্যে সাতটিতে জয়ী হয়েছিল বিজেপি। এ ছাড়া গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ৭৮ জন পঞ্চায়েত সদস্য এবং ১৮ জন পঞ্চায়েত সমিতির সদস্য জয়ী হন। এ বারও পঞ্চায়েত ভোটে ভাল ফলের আশা করছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন