Dilip Ghosh

বাড়িতে ফর্মপূরণ করাবে বিজেপি

‘‘বাড়ি বাড়ি গিয়ে সিএএ, এনআরসি-র ফর্ম ফিলাপ করানো হবে, দেখি কে আটকায়’’— এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুনিয়াদপুর শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০৩:৩৭
Share:

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র

‘‘বাড়ি বাড়ি গিয়ে সিএএ, এনআরসি-র ফর্ম ফিলাপ করানো হবে, দেখি কে আটকায়’’— রবিবার নমঃশূদ্র ও মতুয়াদের মিছিলে শামিল হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

তাঁর দাবি, তৃণমূল-সহ অন্য বিরোধীরা যতই বাধা দিক, কেন্দ্রীয় সরকার এনআরসি, সিএএ চালু করবেই। দিলীপের কথায়, ‘‘নাগরিকত্বের আবেদন পূরণে বাড়ি বাড়ি ঘুরবেন বিজেপি কর্মীরা।’’

রবিবার দুপুরে বুনিয়াদপুর শহরে মতুয়া ও নমঃশূদ্র সংগঠনের ব্যানারে কেন্দ্রীয় সরকারকে ‘ধন্যবাদজ্ঞাপনে’ মিছিল করে বিজেপি। তাতে দিলীপ ছাড়াও ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ‘নমঃশূদ্র কল্যাণ সমিতি’র ব্যানারে আয়োজিত এই মিছিলে এনআরসি, সিএএ-র বিরোধিতা করায় বামফ্রন্ট, কংগ্রেস ও তৃণমূলের দিকে তোপ দাগেন দিলীপ।

Advertisement

তিনি বলেন, ‘‘তৃণমূলের থেকে ভাল কিছু আশা করা যায় না। সব কিছুতেই ওরা বিরোধিতা করে। সিপিএম, কংগ্রেসও জনগণের ভাল চায় না। ওরা সবাই জনতার শত্রু।’’

রাজনৈতিক মহলের খবর, নতুন আইন চালু হলে নাগরিকত্ব মিলবে, নাকি তা হারাতে হবে সেই নিয়েই ধন্দ রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের জেরে কিছুটা হলেও ‘ব্যাকফুটে’ বিজেপি। জেলাবাসীর একাংশের বক্তব্য, পরিস্থিতি বদলাতেই নমঃশূদ্র ও মতুয়াদের সামনে রেখে সিএএ নিয়ে প্রচারে এগিয়েছে বিজেপি।

তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, ‘‘বিজেপি সব সময় মিথ্যা প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশের প্রত্যেক নাগরিককে ১৫ লক্ষ টাকা করে দেবে। কিন্তু দেয়নি। এবার বলছে নাগরিকত্ব দেবে। আসলে ওরা নাগরিকত্ব কেড়ে নেবে। বিজেপির এই ভাওতাবাজি মানুষ বুঝতে পেরেছে বলে ওদের পায়ের নীচের মাটি সরছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন