মনোনয়ন পেশের দুই ছবি, সঙ্গী দাড়িভিট, কানাইয়াও

সোমবার মনোনয়ন জমা করতে এসে দাড়িভিট-কাণ্ডে নিহত দু’জনের মা-বাবাকে সঙ্গে নিয়ে আসে বিজেপি। যদিও  প্রার্থীর জন্যই এসেছেন বলে দাবি করেছেন ওই অভিভাবকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০৩:১৫
Share:

দুই ছবি: (বাঁদিকে) বিজেপির সঙ্গে রাজেশের বাবা। (ডানদিকে) কানাইয়ালাল ও করিম পাশাপাশি। নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে দাড়িভিট-কাণ্ডকে ভর করেই প্রচারে নেমেছিল বিজেপি। ফের দাড়িভিটকে সামনের রেখেই বিধানসভার উপনির্বাচনও লড়তে চলেছে। এমনকি, মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রেও দাড়িভিটকে ‘সঙ্গী’ করলেন বিজেপি প্রার্থী!

Advertisement

সোমবার মনোনয়ন জমা করতে এসে দাড়িভিট-কাণ্ডে নিহত দু’জনের মা-বাবাকে সঙ্গে নিয়ে আসে বিজেপি। যদিও প্রার্থীর জন্যই এসেছেন বলে দাবি করেছেন ওই অভিভাবকেরা। অপরদিকে, মনোনয়নের শেষ দিনে শাসক-বিরোধী সব দলই মনোনয়ন জমা করেছে। মনোনয়নকে ঘিরে জমজমাট ছিল ইসলামপুর। ভিড় সামলাতে গিয়ে রীতিমতো চাপের মুখে পড়তে হয় ইসলামপুরের পুলিশ প্রশাসনকে।

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ায় ইসলামপুর বিধানসভার বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। ফলে ইসলামপুরে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। সোমবার ছিল মনোনয়নপত্র জমা করার শেষ দিন। শাসক-বিরোধী সব দলই শেষ দিনে মনোনয়ন জমা করেছে। সকাল ১১টা থেকে শুরু হলেও মনোনয়ন জমা পর্ব শেষ হতে সন্ধে হয়ে যায়। এলাকায় শাসক দলের প্রার্থী নিয়ে সংশয় তৈরি হয়েছিল। প্রাক্তন মন্ত্রী তথা দলত্যাগী ন’বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা করেন তিনি। সঙ্গে ছিলেন সদ্যবিদায়ী বিধায়ক কানাইয়ালাল, মন্ত্রী গোলাম রব্বানি, জেলা সভাপতি অমল আচার্য, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, জাভেদ আখতার-সহ জেলার তৃণমূল নেতৃত্ব।

Advertisement

এ দিন কংগ্রেস থেকে মনোনয়ন জমা করেছেন ইসলামপুর পুরসভার কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাজি মুজাফ্ফর হোসেন এবং সিপিএমের হয়ে দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তিপ্রকাশ গুহনিয়োগী মনোনয়ন জমা করেন। এছাড়া, বিজেপি থেকে মনোনয়ন জমা করেন চিকিৎসক সৌম্যরূপ মণ্ডল। নির্দল থেকে মনোনয়ন জমা করেছেন তবিবুর রহমান, সুজন পাল।

এ দিন অবশ্য বিজেপির প্রার্থী সৌম্যরূপের মনোনয়ন জমাকে কেন্দ্র করে ইসলামপুর শহরের রাম কলোনি এলাকা থেকে মিছিল হয়। এর সঙ্গে গিয়েছিলেন দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের পরিবারের সদস্যেরা। যদিও তাপসের মা মঞ্জু বর্মণ জানান, বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা উপলক্ষে এ দিন ইসলামপুরে গিয়েছিলেন তিনি। দিনভরই সেখানে ছিলেন তাঁরা। বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, ‘‘দাড়িভিট ইস্যু এখন সবচেয়ে বড়। সেই ইস্যুকে সামনে রেখেই আমাদের লড়াই। দুই পরিবারই আমাদের সঙ্গে রয়েছেন। তাদের নিয়েই এই দিনকে মনোনয়ন জমা করা। তবে ওঁরা ভিতরে যেতে পারেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন