বল্লারপুরে ট্রাক লুঠ, বোমার আঘাতে জখম চালক

ট্রাকে বোমাবাজি ও চালকদের মারধর করে লুঠপাট চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার রাত দেড়টা নাগাদ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা সংলগ্ল বল্লারপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০২:২২
Share:

ট্রাকে বোমাবাজি ও চালকদের মারধর করে লুঠপাট চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার রাত দেড়টা নাগাদ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা সংলগ্ল বল্লারপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে।

Advertisement

দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মারাত্মক জখম হয়েছেন দুই ট্রাক চালক। একজনের মুখ ও অপরজনের ডান পা জখম হয়েছে। অন্য ট্রাক চালকরা তাঁদের উদ্ধার করে ভোর চারটে নাগাদ মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

বোমায় জখম ওই দুই ট্রাক চালকের নাম সাদিকুল আলি মিঞা (২৪) ও সেলিম সরকার (২২)। সাদিকুলের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মাঝাপাড়া গ্রামে ও সেলিমের বুনিয়াদপুরের নারায়ণপুরে। জখমরা জানান, সেসময় দুষ্কৃতী দলটি তাঁদের ট্রাক ও পিছনে থাকা আরও চার-পাঁচটি ট্রাকে হামলা চালিয়ে টাকা ও মোবাইল লুঠ করেছে। পুলিশের কোনও নজরদারি সেই অঞ্চলে নেই বলে দাবি করেছেন জখম চালকরা।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে ট্রাক বোঝাই গম নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক গিয়ে কলকাতা যাচ্ছিলেন সাদিকুল ও সেলিম। তাঁরা জানান, রাত দেড়টা নাগাদ ট্রাকটি বল্লারপুর পৌঁছে যানজটের মধ্যে পড়ে। সেসময় ১৫-১৬ জনের একটি দুষ্কৃতী দল কয়েকটি ট্রাকে হামলা চালিয়ে লুঠপাট শুরু করে। তাঁরা সেসময় ট্রাকের মধ্যেই বসেছিলেন। দুষ্কৃতী দলটি তাঁদের নামিয়ে বেধড়ক মারধর করে। সেসময় বোমাবাজি করলে তাঁরা দু’জনেই জখম হন। এ দিন সকালে জখম দুই চালককে দেখতে আসেন ট্রাক মালিক সুকান্ত মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন